Breaking News
Home >> Breaking News >> প্রতিবারের মতো এবারেও রাত জেগে নাটকের টিকিট কাটার নজির গড়ল কল্যাণী

প্রতিবারের মতো এবারেও রাত জেগে নাটকের টিকিট কাটার নজির গড়ল কল্যাণী


স্টিং নিউজ সার্ভিস: সালটা ১৯৯৭। হঠাৎ করে নদীয়ার কল্যাণী শহরের পরিচিত মুখ তথা কল্যাণী শহরের প্রাক্তন পুরপ্রধান শান্তনু ঝাঁর অনুপ্রেরণায়  এবং কিশোর সেনগুপ্তর সহযোগিতায় আত্মপ্রকাশ ঘটলো কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের। শুরুতে অনেকে অনেক কিছু বলেছিল, কিন্তু তার মধ্যে আশীর্বাদ ও ভালোবাসা ও মনের অদম্য ইচ্ছেকে পাথেয় করে দেখতে দেখতে ২০১৭ সালে পৌঁছে গেল। এই দীর্ঘ সময়ের মধ্যে কল্যাণী নাট্য চর্চা দেশ ছেড়ে বিদেশের মাটিতেও উপস্থাপন করেছে তাদের অপূর্ব উপস্থাপনা। প্রতি বছর ডিসেম্বর মাসে কল্যাণীর হৃতিক সদনে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় নাট্যউৎসব। এবছর ১৬ থেকে ২৭শে ডিসেম্বর হতে চলেছে ২৩তম নাট্যউৎসব। কিন্তু এদের এই উৎসবের টিকিটের চাহিদা থাকে প্রচুর। বেশ কিছু সময় তো হাউসফুল পর্যন্ত হয়, যেটা বোধ হয় একটা নাট্য কর্মীর কাছে বড় প্রাপ্তি। সেই কারণেই অগ্রীম টিকিট বিক্রি করার ব্যবস্থা করা হয় কল্যাণী নাট্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে।

প্রতিবারের মতো এবারেও কল্যাণী নাট্য চর্চা কেন্দ্র তাদের ২৩তম নাট্য উৎসবের(১৬ – ২৭শে ডিসেম্বর) অগ্রীম টিকিট বিক্রি শুরু করল, ৩রা ডিসেম্বর সকাল ৯টা থেকে কল্যাণী বি ১২ সপ্তপর্নী মার্কেটের কাছে তাদের দপ্তর থেকে। প্রচার বলতে শুধু সোস্যাল মিডিয়া, লিফলেট। এখনো পর্যন্ত কোনো বড় ব্যানার কল্যাণী শহরে চোখে পড়েনি। আর প্রথম দিনেই ভিড় ছিল চোখে পড়ার মতো। মানুষ রাত জেগে লাইন দিয়ে টিকিট কিনেছেন। এদিন রাত ৯টায় কাউন্টার বন্ধ হওয়া পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে ২ লক্ষ ৮০ হাজার টাকার, কমবেশি ৩৩১২ টি টিকিট বিক্রি হয়ে গেছে। উদ্যোক্তাদের বক্তব্য, “তাদের সত্যি ভালো লাগে যখন এত নাটক প্রেমী মানুষকে তারা তাদের এই বিরাট কর্মযজ্ঞে পাশে পান। সত্যি বলতে গেলে সারা নাটকের টিকিট কাটার এরকম বিরল দৃশ্য বোধ হয় সমগ্র ভারতবর্ষে কোথাও দেখা যাবেনা, যা দেখা যায় শুধু কল্যাণীতে।”

 

আমাদের  STING NEWZ  ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করতে ক্লিক করুন এই লিঙ্কেঃ https://www.youtube.com/c/StingNewz7  আর প্রতি মুহূর্তে পেতে থাকুন ভিডিও খবরের তাজা আপডেট। 

এছাড়াও চেক করুন

স্বাধীনতা দিবসে মাতোয়ারা পলশুন্ডার মানুষ

শুভায়ুর রহমান, পলাশীপাড়া: তখন মাইকে চলছে দেশাত্মবোধক গান।মঞ্চে চলছে জাতীয় পতাকা নিয়ে খুদেদের নাচ।সামনে কয়েক …

Leave a Reply

Your email address will not be published.