Breaking News
Home >> Breaking News >> ​বোলপুরে পালিত হল শিশুদিবস

​বোলপুরে পালিত হল শিশুদিবসদেবস্মিতা চ্যাটার্জ্জী, বীরভূম: ফুলকে যেমন মানুষ দেখতে এবং সমাদরে রাখতে পছন্দ করে, শিশুর প্রতি মানুষের ভালোবাসাও অনুরূপ। শিশুরা বলতে না পারলেও তাদের ভালোবাসা, সহানুভূতি এবং মমত্ববোধ অনেক তীক্ষ্ম। বর্তমানে শুধু পারিবারিকভাবেই নয়, রাষ্ট্রীয়ভাবেও আমাদের দেশের শিশুরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ আজকের শিশুই আগামী দিনের কর্ণধার। জাতীয় এই সম্পদের প্রতি যত্নশীল হওয়া আমাদের দায়িত্ব। জাতিকে সমৃদ্ধশালী দেখতে হলে শিশুদের সমাদর সর্বাগ্রে।মঙ্গলবার বোলপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর ও বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনের যৌথ উদ্যোগে বোলপুর উচ্চ বিদ্যালয়ে পালিত হল শিশুদিবস। এবারের শিশুদিবসের মূল ভাবনা ছিল স্বদেশ ও স্বজন। বোলপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়ারা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তাদের মধ্যে কেউ সেজেছিল ভগৎ সিং, কেও বা ভারতমাতা। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল শিশুদিবস।

loading...

এছাড়াও চেক করুন

কাটোয়ার স্টেশনের দুঃস্থ, অসহায় গরীব মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা চলো পালটাই

  গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া: মানুষ মানুষের পাশে এ আবার প্রমাণ করে চলেছে কাটোয়ার ১০জন উদ্যোগী তরুণ-তরুণী। …

Leave a Reply

Your email address will not be published.