Breaking News
Home >> Breaking News >> ​স্পোর্টসকেদিয়া আয়োজিত ফুটবল প্রতিযোগিতা

​স্পোর্টসকেদিয়া আয়োজিত ফুটবল প্রতিযোগিতা

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতাঃ “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল”- এই কথাটা যে একদম অক্ষরে অক্ষরে ঠিক তা প্রমান করলো বিধাননগর মিউনিসিপালিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড। সম্প্রীতি সমাপ্ত হয়েছে যুব বিশ্বকাপ এবং সামনেই হতে চলেছে ইন্ডিয়ান সুপার লীগ। এই দুইএর মাঝখানে হয় গেলো স্টেট স্লাম্প সকার চ্যাম্পিয়নশিপ। নাগপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্পোর্টসকেদিয়ার সাথে মিলিত হয়ে সমাজের যে সমস্ত ছেলেরা বড়ো হবার স্বপ্ন দেখে এবং খেলার স্বপ্ন দেখে তাদের কে সুযোগ দেবের জন্য এমন একটি অনুষ্ঠানের আয়োজন করে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা,হাওড়া,মালদা,বর্ধমান এবং জলপাইগুড়ি।এই ৬ টি জেলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই এর পর ফাইনাল হয় কলকাতা এবং হাওড়ার সাথে এবং সেখানে খেলা অমীমাংসিত ভাবে ২-২ গোলে শেষ হয় এবং তার পর টাই ব্রেকার এ আবারো ৩-৩ গোলে শেষ হওয়ার ফলে নিয়ম অনুযায় টস এর মাধ্যমে ফল ঘোষণা হয় যেখানে কলকাতা জিতে যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরূপ চক্রবর্তী,প্রাক্তন ইন্ডোর ক্রিকেট অধিনায়ক এবং এআইএফএফ এর কমিশনার, রাজা ভেঙ্কট-জাতীয় ক্রিকেট নির্বাচক এবং মৃনাল চক্রবর্তী সহ আরো অনেকে।

loading...

এছাড়াও চেক করুন

কাটোয়ার স্টেশনের দুঃস্থ, অসহায় গরীব মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা চলো পালটাই

  গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া: মানুষ মানুষের পাশে এ আবার প্রমাণ করে চলেছে কাটোয়ার ১০জন উদ্যোগী তরুণ-তরুণী। …

Leave a Reply

Your email address will not be published.