Breaking News
Home >> Breaking News >> ​ডেঙ্গু প্রতিরোধ করতে সাফাই অভিযানে নামল শিলিগুড়ি কলেজের এন এস এস এর ছাত্রছাত্রীরা

​ডেঙ্গু প্রতিরোধ করতে সাফাই অভিযানে নামল শিলিগুড়ি কলেজের এন এস এস এর ছাত্রছাত্রীরা

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ চারিদিকে ডেঙ্গু প্রকোপ। এজন্য আজ national service Scheme এর পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ভিমবার অন্ধস্কুলে সাফাই অভিযান চালালো শিলিগুড়ি কলেজের NSS UNIT 4 এর ছাত্রছাত্রীরা। এর পাশাপাশি অন্ধ স্কুল এর সমস্ত বাচ্চাদের চকলেট বিস্কুট এবং খাবারদাবার তার সঙ্গে শীতবস্ত্র তুলে দেন। বিভিন্ন ধরনের সমাজমূলক কাজ করার  জন্য 2014 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড ও 2016 সালে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাদের হাতে রাষ্ট্রপতি পুরস্কার তুলে দেয়। NSS  UNIT 4 এর পোগ্রামিং অফিসার  বিদ্যাপতি আগারওয়াল তিনি জানান কলেজ ছাত্র ছাত্রী এখানে আনার মূল উদ্দেশ্য হলো, এখানে যে সমস্ত অন্ধ ছাত্রছাত্রী রয়েছে তাদের সঙ্গে কিছু সময় কাটানো এবং তাদের ভালবাসা দেওয়ার জন্য এখানে আশা। 

তিনি আর বলেন চারেদিকে যে ডেঙ্গু দেখা দিছে এই ডেঙ্গুর   প্রকোব যেন এই বাচারা না পরে তার জন্য এখানে এসে সাফাই করেন এবং ব্লিচিং ছেটানো হয়।

loading...

এছাড়াও চেক করুন

ভর সন্ধ্যায় পেটলায় গুলির অভিযোগ, উত্তেজনা এলাকায়

মনিরুল হক, কোচবিহার: ফের গুলি-বোমার শব্দে উত্তাল দিনহাটা। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের পেটলা …

Leave a Reply

Your email address will not be published.