Breaking News
Home >> Breaking News >> ​পথ দুর্ঘটনায় আহত 5

​পথ দুর্ঘটনায় আহত 5


পল মৈত্র, স্টিং নিউজ করেসপনডেন্ট ,দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ  দিনাজপুর জেলার কুশমণ্ডি থানার কাশিপুকুরে আজ 6 টা নাগাদ বোল্লা কালিবাডি থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় আহত 5।জানা যায় বোল্লা থেকে ফেরার পথে এক টাটাসোমোর সাথে

লাইনের পোলের  ধাক্কায় টাটাসোমা টি পাশ্ববর্তী পুকুর এসে পড়ে ।ফলে গাড়ি চালক থেকে যাত্রী সকলই গুরুতর আহত হয় ।যদি ও সকল কে সেখান থেকে উদ্ধার করে গ্রাম বাসীদের সহাযতায চিকিত্সার উদ্দেশ্যে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।কিন্তু রাস্তায় বিদ্যুতের পোল আর তার পডে থাকায় গ্রাম বাসীরা পথ অবরোধ করে রাখে।পুলিশ যদিও দেরিতে এসে পরিস্থিতি  সামলে নেন।

loading...

এছাড়াও চেক করুন

কৃষ্ণনগরে বাংলা সিনেমার ‘ফিদা’র নায়ক-নায়িকা যশ ও সঞ্জনাকে দেখতে উপচে পড়লো ভিড়

অর্ণব মজুমদার, স্টিং নিউজ করেসপনডেন্ট, কৃষ্ণনগর, নদিয়া: বুধবার নদিয়ার কৃষ্ণনগর বিগ বাজার এসভিএফ  সিনেমা হলে বাংলা …

Leave a Reply

Your email address will not be published.