Breaking News
Home >> Breaking News >> ওয়েলফেয়ার মঞ্চের তরফ থেকে  সেরা কালিপূজা ২০১৭ পুরস্কার 

ওয়েলফেয়ার মঞ্চের তরফ থেকে  সেরা কালিপূজা ২০১৭ পুরস্কার 

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করসপনডেন্ট, দার্জিলিংঃ আজ দীপাবলি সেই উপলক্ষে উওর দিনাজপুর জেলার চোপড়া ব্লক ও দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লক এর সকল পুজো মণ্ডপ ঘুরে এ বছরের সেরা কালি পুজা মন্ডব ও সেরা প্রতিমার পুরস্কার তুলে দেন ওয়েলফেয়ার মঞ্চ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ। এবং ওয়েলফেয়ার মঞ্চের প্রতিষ্ঠাতা বাপন দাস,সভাপতি সীতম পাল,সম্পাদক অমিত সরকার। এর পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরা। এই বছরের সেরা পুজা মন্ডবের প্রথম পুরস্কার পান বিধাননগর যুবো সংঙ্ঘ ক্লাব। দ্বিতীয় সেরা প্রতিমার জন্য পুরস্কার পান বিধাননগর নেহারীকা সংঙ্ঘ। এর পাশাপাশি শান্তি পাড়া কালিপূজা কমিটিকে সমাজ মূলক কাজের জন্য পুরস্কার দেওয়া হয়। এবং দুই জেলা সেরা কালিপূজা পুরস্কার লাভ করেন সোনাপুর ইউনাইটেড ক্লাব। এই পুরস্কার গুলো ক্লাবের হাতে তুলে দেন মহাকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ।

loading...

এছাড়াও চেক করুন

অল্পের জন্য রক্ষা পেলো যাত্রীবাহী জাহাজ

স্টিং নিউজ সার্ভিসঃ অল্পের জন্য রক্ষা পেলো যাত্রীবাহী জাহাজ। শুক্রবার বিকেল কলকাতা থেকে একটি যাত্রীবাহী …

Leave a Reply

Your email address will not be published.