Breaking News
Home >> Breaking News >> দীপাবলির উপলক্ষে দু:স্থ শিশুদের মধ্যে আতসবাজি ও বস্ত্র বিতরণ 

দীপাবলির উপলক্ষে দু:স্থ শিশুদের মধ্যে আতসবাজি ও বস্ত্র বিতরণ 

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ আজ গনতেরস এবং আগামী কাল দীপাবলি। সেই উপলক্ষে দীপাবলির আলোয় আলোকিত করতে বিধাননগর স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাসের উদ্যোগে রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটি, রামগঞ্জ ইয়ং বেঙ্গল সোসাইটি, মুরালীগঞ্জ যুব জ্যোতি স্পোটিং ক্লাব ও তেলেঙ্গামুণিতে ক্লাব এর সহযোগীতায় আজ সকাল থেকে উওর দিনাজপুর জেলা সোনাপুর এলাকার বিভিন্ন গ্রাম ও ফাঁসিদেওয়া ব্লক এর বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে অসহায়  দুস্থ বাচ্চা ছেলে মেয়েদের হাতে দীপাবলির সরংযাম তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল আতসবাজি,মোমবাতি ইত্যাদি। এর পাশাপাশি বিধাননগর ভীমবার অন্ধ স্কুলে গিয়ে কিছু প্রতিবন্ধী শিশুদের মধ্যে বস্তু বিতরন করেন। এর সাথে সাথে আতসবাজি ও প্রদীপ উজ্জ্বলন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর ও রামগঞ্জের সকল সংগঠনের সদস্যরা। সবশেষে বিধাননগর স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাস বলেন যে সকল গরীব শিশুরা যেন দীপাবলিরআলোয় আলোকিত থাকুক। এবং সবার সাথে এরাও যেন আলোর উৎসবে আলো নিয়ে মেতে  উঠুক। এর পাশাপাশি রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক সিদ্দিক আলম জানান যে এই সব সরংযাম দিতে পেরে আমরা খুশি।

loading...

এছাড়াও চেক করুন

২১ জুলাইকে সফল করতে দিনহাটায় মিছিল যুব তৃণমূলের

মনিরুল হক, কোচবিহারঃ ২১ জুলাই শহীদ দিবসের ২৫ তম বর্ষপূর্তিতে সকল তৃনমূল ও তৃনমূল যুব …

Leave a Reply

Your email address will not be published.