Breaking News

টিসিএস ও প্যানাসোনিকের যৌথ উদ্যোগ


সপ্তর্ষি সিংহ, স্টিং নিউজ প্রতিবেদন: প্যানাসোনিক ইন্ডিয়া ও টাটা কনসালটেন্সি সার্ভিস যৌথ উদ্যোগে এক নতুনত্ব ও উন্নত প্রযুক্তির ব্যবসা চালু করার কথা ঘোষনা করল। ১৮ মে বেঙ্গালুরুতে দুই কোম্পানির কর্তাদের উপস্হিতিতে জানান ইন্ডিয়া, সাউথ এশিয়া, মিডিল ইষ্ট আফ্রিকা রিজিয়নে একটি শক্তিশালী প্যানাসোনিক কি প্লেয়ার তৈরী ও ১৬টি দেশে রপ্তানি করার কথা বলেন।
প্যানাসোনিক ইন্ডিয়া জানিয়েছে টিসিএসের সহযোগীতায় এই প্রথম ভারতে ইন্ডিয়া ইনোভেশন সেন্টার তৈরী হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্হিত হয়েছিলেন প্যানাসোনিক ইন্ডিয়ার সিইও ও প্রেসিডেন্ট মনীশ শর্মা, টিসিএসের গ্লোবাল হেড ও ভাইস প্রেসিডেন্ট রঘু আইয়াসম। তারা জানান শুধু বানিজ্যিক অগ্রগতি নয় তথ্যপ্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে ও সমগ্র ক্রেতাদের কাছে এই সুযোগ পৌঁছে দেওয়া লক্ষ্য।

Check Also

নবান্ন অভিযানে সাংবাদিক নিগ্রহের প্রতিক্রিয়া জানতে চাওয়ায় মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী

স্টিং নিউজ প্রতিবেদন, কলকাতাঃ ২৪শে মে দিল্লী যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, মুখ্যমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *