Breaking News

টিসিএস ও প্যানাসোনিকের যৌথ উদ্যোগ


সপ্তর্ষি সিংহ, স্টিং নিউজ প্রতিবেদন: প্যানাসোনিক ইন্ডিয়া ও টাটা কনসালটেন্সি সার্ভিস যৌথ উদ্যোগে এক নতুনত্ব ও উন্নত প্রযুক্তির ব্যবসা চালু করার কথা ঘোষনা করল। ১৮ মে বেঙ্গালুরুতে দুই কোম্পানির কর্তাদের উপস্হিতিতে জানান ইন্ডিয়া, সাউথ এশিয়া, মিডিল ইষ্ট আফ্রিকা রিজিয়নে একটি শক্তিশালী প্যানাসোনিক কি প্লেয়ার তৈরী ও ১৬টি দেশে রপ্তানি করার কথা বলেন।
প্যানাসোনিক ইন্ডিয়া জানিয়েছে টিসিএসের সহযোগীতায় এই প্রথম ভারতে ইন্ডিয়া ইনোভেশন সেন্টার তৈরী হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্হিত হয়েছিলেন প্যানাসোনিক ইন্ডিয়ার সিইও ও প্রেসিডেন্ট মনীশ শর্মা, টিসিএসের গ্লোবাল হেড ও ভাইস প্রেসিডেন্ট রঘু আইয়াসম। তারা জানান শুধু বানিজ্যিক অগ্রগতি নয় তথ্যপ্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে ও সমগ্র ক্রেতাদের কাছে এই সুযোগ পৌঁছে দেওয়া লক্ষ্য।

Check Also

ভিক্ষুকরা স্মারকলিপি দিল কালিয়াগঞ্জের ব্লকে

  পিয়া গুপ্তা, স্টিং নিউজ করেসপনডেন্ট, উত্তর দিনাজপুর: হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *