Breaking News
Home >> Breaking News >> দিনহাটা বামনহাট হাসপাতালে বেহাল দশা

দিনহাটা বামনহাট হাসপাতালে বেহাল দশা

মনিরুল হক, স্টিং নিউজ করেসপনডেন্ট কোচবিহার: বামনহাট এলাকার কিছু বাসিন্দারা অভিযোগ তুলেছেন যে,পরিবেশ সুস্থ্য রাখতে যেটা সবথেকে বেশি জরুরী তা হল পরিস্কার পরিচ্ছন্নতা। যে কোনো স্বচ্ছ পরিবেশে মানুষের মন ও শরীর দুটোই ভালো ও সুস্থ থাকে। কিন্তু সেই সুন্দর, স্বচ্ছ, মনোরম পরিবেশই আজ খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের এই বামনহাট হসপিটালে।
এই হসপিটাল, একটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হওয়ায় শুধু মাত্র বামনহাট নিবাসী নয়, বামনহাট এর পার্শ্ববর্তী অঞ্চল গুলির মানুষদেরও নির্ভর করতে হয় এই হসপিটাল এর উপর।
কিন্তু আজকের এই হসপিটাল কে ঘিরে রয়েছে আবর্জনার স্তুপ, আগাছা, প্রভৃতি ক্ষতিকারক পদার্থ ও মশার সাম্রাজ্য। হসপিটাল এর জল নিকাশির ব্যাবস্থা দিন দিন ব্যাহৃত হচ্ছে। ড্রেন গুলো পঁচা জলে পরিপূর্ণ। আর সেজন্যই মুক্ত, বিশুদ্ধ বায়ুর বদলে মেলে শুধুই পঁচা দূর্গন্ধ।
পানিও জলের ব্যাবস্থাও খুবই আশঙ্কাজনক, ময়লা ও শ্যাওলার কারনে জলদূষণ ঘটছে অনবরত।
এই যদি হসপিটাল এর অবস্থা হয়, তাহলে ভাবুন হসপিটাল এ থাকা রোগীরা কি অবস্থায় আছে বলে কিছু এলাকা বাসিরা অভিযোগ তুলেছেন।
এবং এলাকার অভিযোগ কারী বাসিন্দারা আহ্বান জানান সকলে এগিয়ে আসার এবং বামনহাট সকল নিবাসী ও হসপিটাল কতৃপক্ষ র দৃষ্টি আর্কষন করে আহ্বান জানান , আসুন আমরা সকলে মিলে এক প্রতিজ্ঞা করি এক নতুন সুস্থ পরিবেশ গড়ে তোলার।

Check Also

বোলপুরের মহিদাপুর গ্রামে পথ দুর্ঘটনায় মৃত এক

দেবস্মিতা চ্যাটার্জ্জী, বীরভূম: বোলপুরের মহিদাপুরে মোটর বাইকের ধাক্কায় মৃত্য হল একজনের, আরেকজন গুরুতর আহত অবস্থায় …

Leave a Reply

Your email address will not be published.