Breaking News
Home >> Breaking News >> বাইক কিনে না দেওয়ায় অভিমানে আত্মঘাতী যুবক

বাইক কিনে না দেওয়ায় অভিমানে আত্মঘাতী যুবক


সুপ্রকাশ চৌধুরী,স্টিং নিউজ করেসপনডেন্ট,বর্ধমান: দাবী মত নতুন বাইক না কিনে দেওয়ায় অভিমানে আত্মঘাতী যুবক। আত্মঘাতী যুবকের নাম রাকেশ ফুলমনি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভৃমের হরিপুরের নলহাটিতে। বুধবার সকাল দশটার সময় বাড়ির দোতলায় নিজের ঘরে কীটনাশক খায়। পরিবারের লোকজন তাকে প্রথমে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রেফার করা হয় বর্ধমান মেডিকেলকলেজ হাসপাতালে ।বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়।

Check Also

পাঁশকুড়া চেয়ারম্যান পদে বহাল থাকলেন আনিসুর রহমান

Leave a Reply

Your email address will not be published.