Breaking News
Home >> Breaking News >> ​দার্জিলিং জেলা পুলিশের পক্ষ থেকে নকশালবাড়িতে ফুটবল বিতরণ অনুষ্ঠান

​দার্জিলিং জেলা পুলিশের পক্ষ থেকে নকশালবাড়িতে ফুটবল বিতরণ অনুষ্ঠান

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ এবছর ফিফা অনুর্দ্ধ ১৭ বিশ্বকাপ ফুটবলের আয়োজক ভারত। এই রাজ্যেও যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল সহ একাধিক ম্যাচ। রাজ্যের  সন্মান ও মর্যাদাকে অক্ষুন্ন রাখতে রাজ্য সরকার সবকটি জেলায় জেলায় ফুটবল বিতরণ কর্মসূচী গ্রহন করেছে। সেই উপলক্ষে আজ              দার্জিলিং জেলা পুলিশ পক্ষ থেকে নকশালবাড়িতে একটি ফুটবল বিতরণ অনুষ্ঠানের  আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দার্জিলিং জেলার সকল ক্লাব ও স্কুল গুলোকে ফুটবল তুলে দেওয়া হয়। এবং সেভ ড্রাই সেভ লাইফ নিয়ে একটি নাটক হয়।     উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসোনাল এসপি ধ্রুবো দাস,ফাঁসিদেওয়া ব্লক এর বিডিও প্রনয় কুমার মজুমদার, নকশালবাড়ি ব্লক এর বিডিও বাপী ধর। এর পাশাপাশি অমর সিনহা সহ সকল বিশিষ্ট সমাজসেবী। সবশেষে এসিসোনাল এসপি ধ্রুবো দাস বলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্যোগ এই অনুষ্ঠান।

Check Also

পশ্চিম বর্ধমানে অন্ডাল-ঊখড়া রাস্তা অবরোধ শ্রমিকদের 

সুকান্ত বাগদী, স্টিং নিউজ করেসপনডেন্ট, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে ময়রা  কোলিয়ারি বন্ধের সিদ্ধান্তে …

Leave a Reply

Your email address will not be published.