Breaking News
Home >> Breaking News >> বি.এস.এফ হাফ ম্যারাথন ২০১৭

বি.এস.এফ হাফ ম্যারাথন ২০১৭

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: আজকালকার এই ইদুর-দৌড় জীবনে মানুষজনকে আরেকটা জিনিষ নিয়ে খুব সচেতন থাকতে হয় আরে সেটা হল তার স্বাস্থ্য। ইদানিং দেখা গাছে বহু মানুষজন কাজের চাপে নিজেদের শরীরের ওপর যত্ন নিতেই পারে না।

সেই সব কথা মাথায় রেখে বি.এস.এফ-এর তরফ থেকে আগামি ২৯-শে অক্টোবর হতে চলেছে “হাফ ম্যারাথন”। সেই উপলক্ষে তাদের ওয়েবসাইট এবং পোস্টার উন্মোচনএর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া, আর.পি.সিং,অপর্ণা আঞ্জানেয়ুলা সহ আরও অনেকে।

এই ম্যারাথন অনুষ্ঠানে তাদের দৌড়ানোকে তিনটি ভাগে ভাগ করা হয়ছে- একটি ২১ কিমি যেটি শুধুমাত্রও ১৮ বছর ঊর্ধ্ব বেক্তিদের জন্য প্রযোজ্য এবং অন্য ২ টি হল ১০ এবং ৫ কিলোমিটার এর।

Check Also

পশ্চিম বর্ধমানে অন্ডাল-ঊখড়া রাস্তা অবরোধ শ্রমিকদের 

সুকান্ত বাগদী, স্টিং নিউজ করেসপনডেন্ট, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে ময়রা  কোলিয়ারি বন্ধের সিদ্ধান্তে …

Leave a Reply

Your email address will not be published.