Breaking News
Home >> Breaking News >> বিগ বাজেটের পুজো গুলির মধ্যে এবার অন্যতম কালিয়াগঞ্জের ইয়াং এথ্যালিটিক্সের দূর্গা পুজো

বিগ বাজেটের পুজো গুলির মধ্যে এবার অন্যতম কালিয়াগঞ্জের ইয়াং এথ্যালিটিক্সের দূর্গা পুজো

পিয়া গুপ্তা, স্টিং নিউজ করেসপনডেন্ট, উত্তর দিনাজপুর: আকাশে বাতাশে শিউলি ফুলের গন্ধ,মাঠে ঘাটে কাশ ফুলের দোলা ও আকাশে পেজা তুলোর মেঘ ভাষায় দেবী দূর্গার আগমনী বার্তা বয়ে নিয়ে আসে। হাতে আর কয়েকদিন তার পড়েই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব।তাই এখনো প্রতিটি পূজো কমেটি গুলির ব্যস্ততা তুঙ্গে। সবাই নিজেদের সেরাটাই তুলে ধরতে নেমে পড়েছে সর্বস্তরের প্রস্তুতিতে। উত্তর দিনাজপুর জেলার বিগ বাজেটের নজর কাড়া পূজো গুলির মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের শিমূলতলার ইয়ং এথ্যালেটিক্স ক্লাবের পূজা।

এবার তাদের পূজা ২৭ বছরে পদার্পন করেছে। এবারে তাদের পূজো প্যান্ডেল তৈরী হচ্ছে দিল্লীর বিড়লা মন্দিরের আদলে।পূরো পূজা মন্ডপ তৈরী হবে পুথি, ঝিনিক সহ আরো বেশ কিছু সামগ্রী দিয়ে।নির্মানের দায়িত্বে আছে কোলকাতার কালনার ডেকোরেটার। দেবী দূর্গা থাকছে প্রতিবারের মতো সাবিকি আনায়।

দেবী দূর্গার গড়ার দায়িত্বে আছে কৃষ্ণনগরের মৃত শিল্পী। থাকছে চোখ ধাদানো ডিজিটাল আলোক সজ্জা চন্দন নগরের আদোলে, দায়িত্বে কালিয়াগঞ্জের ইলেট্রিশিয়ান।

সব মিলিয়ে শুধু জেলা বাসি নয় প্রতিবারের মতো পাশের জেলা গুলির থেকে আসা সাধারন মানুষের ঢ্ল নামবে বন্যার সমস্ত দু:খ্য যন্ত্রনা ভুলে গিয়ে চারটা দিনই বলে মনে করছেন পূজো কমেটির অন্যতম সদস্য সুজিত সরকার। তাদের এবারে বন্যার কারনে বাজেট কমিয়ে আনুমানিক ১০/১১ লক্ষ টাকা।

Check Also

বিধাননগরে অনুষ্ঠিত হল দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস ২নং ফাঁসিদেওয়া ব্লক সম্মেলন

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিং: শিলিগুড়ির মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে অনুষ্ঠিত হল দার্জিলিং জেলা …

Leave a Reply

Your email address will not be published.