Breaking News
Home >> Breaking News >> শ্রী ভেঙ্কটেশ ফিল্ম বাজারে আনল বিনোদনমূলক আপ্লিকেশন 

শ্রী ভেঙ্কটেশ ফিল্ম বাজারে আনল বিনোদনমূলক আপ্লিকেশন 

ঋদ্ধি ভট্টাচার্য,কলকাতা :-দেবী পক্ষের প্রথম দিনে বিশ্বের বাঙালীকে বিনোদন জগতের এক ছাদের তলায় আনতে , পূর্ব ভারতের বৃহত্তম বিনোদন কোম্পানী শ্রী ভেঙ্কটেশ ফিল্ম(এস ভি এফ) আজ বাজারে আনল বিনোদনমূলক এ্যপস “হইচই.টিভি” ৷
আজ বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে এই এ্যপসের উদ্বোধনী লগ্নে হইচই-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মের কার্যনির্বাহী নির্দেশক বিষ্ণু মোহতা জানান ” ভিউ লিফ্ট , এমাজন ওয়েব সার্ভিসেস ও রেডিফিউসন ওয়াই এণ্ড আর-এর কারিগরী সহায়তা নিয়ে তৈরি হয়েছে এই এ্যপস ৷

এই এ্যপসের মাধ্যমে এই মুহূর্তে দর্শকরা দেখতে পাবেন আসল ওয়েব সিরিজ , ৫০০-র বেশি বাঙলা সিনেমা ও শুনতে পাবেন ১০০০-এর বেশি জনপ্রিয় বাঙলা গান ; এবং এই সংখ্যাটা প্রত্যেক মাসেই বেড়ে চলবে ৷”
আজ সাংবাদিক সম্মেলনে হইচই.টিভি-র পক্ষ থেকে জানানো হয় , যে কেউই গুগল প্লে স্টোর থেকে এই এ্যপস ডাউনলোড করতে পারবেন ৷

ত্রৈমাসিক , ষান্মাসিক , ও বাতসরিক চাঁদার বিনিময়ে এই এ্যপস দেখা যাবে ৷

ত্রৈমাসিকের জন্য লাগবে ১৪৯ টাকা , ষান্মাসিকের ক্ষেত্রে ২৪৯ টাকা ও বাতসরিকের ক্ষেত্রে মাত্র ৩৯৯ টাকা ৷

বাতসরিক গ্রাহকদের বেলায় এক অর্থে বলা যায় দিনে মাত্র ১.১০ টাকা খরচ করলেই গ্রাহকরা পেতে পারবেন ননস্টপ ফূর্তি ৷
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ভি এফের অপর দুই প্রতিষ্ঠাতা শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনী-ও ৷
শ্রীকান্ত মোহতা তাঁর বক্তব্যে জানান ” আগামী দিনে বাচ্চাদের বিশুদ্ধ বিনোদনের জন্যও বেশ কিছু মনোরঞ্জনমুলক সিনেমাও সংযোজিত হবে ৷ এছাড়াও সংযোজিত হবে আরো গান ৷

বর্তমানে যেখানে শ্রী ভেঙ্কটেশ ফিল্মের বেশির ভাগ সিনেমা থাকছে , অদূর ভবিষ্যতে সেখানেই এর পাশাপাশি সত্যজিত রায়ের সমস্ত সিনেমা ও উত্তমকুমার ও ছবি ঘোষের মতো দিকপাল নায়কদের ছবিও সন্নিবেশিত হতে চলেছে ৷”
অনুষ্ঠানে উপস্থিত থেকে মহেন্দ্র সোনী বলেন ” সব থেকে সুবিধার জিনিস হলো এই এ্যপসে বিজ্ঞাপন দেখার বিরক্তিকর অভিজ্ঞতারও মুখোমুখী হতে হবেনা দর্শককে ৷

ইংরাজি তর্জমাও থাকবে ৷”
হইচই.টিভি-র পক্ষ থেকে আরো জানানো হয়েছে – এই এ্যপস ভবিষ্যতে পৃথিবীর ২৫০ মিলিয়ন বাঙালীকে শুধু এক এ্যপসের মাধ্যমেই বাঁধবে তাই নয় , এই এ্যপসের মাধ্যমেই রিলিজ হওয়ার সাথে সাথে শ্রী ভেঙ্কটেশ ফিল্মের সব ছবিই দেখানো হবে

Check Also

দক্ষিণ দিনাজপুরে বাড়ছে অবৈধ আগ্নেয়াস্ত্রের সরবরাহ

পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ সীমান্ত লাগোয়া জেলায় রেকর্ড হারে বাড়ছে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা। বিগত দুবছরের …

Leave a Reply

Your email address will not be published.