Breaking News
Home >> Breaking News >> স্টিভ স্মিথ কে সংবর্ধনা

স্টিভ স্মিথ কে সংবর্ধনা

ঋদ্ধি ভট্টাচার্য,কলকাতাঃ  অস্ট্রেলিয়ার নামটা শুনলেই প্রথমে মনে পরে যায় “বক্সিং ডে টেস্ট”, আর যদি ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ হয় তবে স্মৃতি প্রচুর। এই একদা অস্ট্রেলিয়াকে না খেলে গাছে কলকাতায়। ২০১৩ সালের পর আবারও হচ্ছে একদিনের ম্যাচ ভারতের মাটিতে। শুধু ফারাক একটাই সেই সময় অধিনায়ক ছিলেন মাইকেল ক্লার্ক এবং শেন ওয়াটসন আর অপর দিকে মাহেন্দ্র সিং ধোনি। এখন সেটা বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ। কলকাতার ম্যাচে তিনি তার জীবনের ১০০-তম ম্যাচ খেলতে চলেছেন আর সেই জন্য তার এমন একটি মুহূর্তকে স্মরণীয় করে রাখতে তাকে সংবর্ধনা দিলেন “ইন্ডিয়ান চেম্বার অফ কমাস” তারপর কিছু কথোপকথনও হয় যেখানে তিনি ধন্যবাদ জানান সংস্থাটিকে। তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি কোন দুইজন ভারতীয় খেলোয়াড়কে তাদের দলে নিতে চায় ,  তিনি বললেন সচিন তেন্দুলকার এবং রবি শাস্ত্রি। এবং অস্ট্রেলিয়ার কোন দুইজন অবসরপ্রাপ্ত ক্রিকেটারকে নেবেন তার উত্তরে বলেন একজন শেন ওয়ারন এবং ডন ব্রাডম্যান।

এছাড়াও চেক করুন

তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সাংস্কৃতিক বর্ণাঢ্য অনুষ্ঠান কাটোয়ায়

গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজনে …

Leave a Reply

Your email address will not be published.