Breaking News
Home >> Breaking News >> পেনড্রাইভ থেকে সিডি

পেনড্রাইভ থেকে সিডি

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতাঃ একসময় রেকর্ডিং হত ফ্লপি ডিস্ক-এ তারপর এল ক্যাসেট,সিডি সহ হরেক রকম জিনিস-পত্র। যত দিন যেতে লাগলো তত উন্নত হল প্রযুক্তি আর তার সাথে হাত মেলাতে এখন মানুষের পকেটে শুধুই পেন ড্রাইভ। আকারে ছোট হওয়ায় বহন করতেও সুবিধে। তাছাড়াও আরও অনেক সাহায্য করে এটি। তবে শুনলে মনে হবে নিশ্চয়ই আরও এমন কিছু আছে যার সাথে এর কোনও যোগসূত্র আছে কিন্তু সেটা একেবারেই নয়। কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ভাবে উন্মোচন হয় গেল সুভজিত দে-এর আধুনিক গানের অ্যালবাম “পেনড্রাইভ”। এটি তার তৃতীয় গানের অ্যালবাম যেটি তিনি পুজো উপলক্ষে প্রকাশ করেন। এই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল তারকা শিলতন পাল,অভিনেতা সোহম মৈত্র এবং গায়ক রাহুল দত্ত।

এছাড়াও চেক করুন

সরকারী টাকায় কেনা কীটনাশক, সার, বীজ তছরুপ গোয়ালতোড়ে

কার্তিক গুহ , ঝাড়গ্রাম : সরকারি টাকায় কেনা গোডাউন ভর্তি কীটনাশক, সার, বীজ । অথচ …

Leave a Reply

Your email address will not be published.