Breaking News
Home >> Breaking News >> ডাক্তারি ছাত্র বিয়ের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসায়, আত্মহত্যা করল ডাক্তারি ছাত্রী

ডাক্তারি ছাত্র বিয়ের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসায়, আত্মহত্যা করল ডাক্তারি ছাত্রী

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করেসপনডেন্ট হাওড়া: ডাক্তারি ছাত্রের কাছ থেকে প্রেমে প্রত্যাখ্যান হয়ে আত্মহত্যার পথকেই আপন করে নিল এক ডাক্তারি ছাত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে হাওড়া লিলুয়া বি-রোডে।

জানা গেছে, মৃত ডাক্তারি ছাত্রীর নাম সঞ্চিতা চট্টোপাধ্যায় (২৬)। তিনি হাওড়া বেলগাছিয়া নিতাই চরণ হোমিওপ্যাথিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। শেষ তিন বছর কলকাতার এনআরএস হাসপাতালের এক জুনিয়র ডাক্তারের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। তবে ইদানিং ওই ডাক্তারি পড়া ছাত্র সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছিল না। এমনকি বিয়ের প্রতিশ্রুতি পালন করতে চাইছিল না। ছাত্রীটি ক্রমশ মানসিকভাবে ভেঙে পড়েছিল। শেষমেশ সোমবার গভীর রাতে নিজের বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাক্তার প্রেমিক ছেলেটির বাড়ি কাঁচড়াপাড়ায়। তিন বছর ধরে মেয়ে সঞ্চিতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিল। এ কথা পরিবারের লোকজনের জানা ছিল। সূতের খবর, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল। তবে বেশ কিছুদিন হল বিয়ে থেকে এমনকি সম্পর্ক থেকেও পিছিয়ে আসতে থাকে। গতকাল ফোনে শেষ কথা হচ্ছিল দু’জনের। সঞ্চিতার চোখ দিয়ে ভেসে যাচ্ছিল জল। কোন কিছু বোঝার আগেই বিষের শিশি মুখে ঢেলে দেয়।

ওই অবস্থায় এসে বাবা মায়ের সামনে মেঝেতে পড়ে যায় সঞ্চিতা। পুরোহিত পিতার বুঝতে অসুবিধা হয়নি মেয়ের ঠিক কি ঘটেছে। সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় হাওড়া হাসপাতালে পরে এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়। তবে তখন অনেক দেরি হয়ে গেছে, এসএসকেএম-এ পৌঁছবার আগেই মৃত্যু হয় সঞ্চিতার।

মেয়ের বরাবর ইচ্ছে ছিল ডাক্তার হবার। সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ের এভাবে মৃত্যু এলাকার মানুষ মেনে নিতে পারছে না। পুরোহিত পিতার সব স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল।

Check Also

গোপন আস্থানা থেকে বিমল গুরুঙ্গ ক্ষোভ উগড়ে দিলেন বহিষ্কৃত দুই মোর্চা নেতা বিনয় তামাং ও অনিত থাপার বিরুদ্ধে

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিং: গোপন আস্থানা থেকে বিমল গুরুঙ্গ ক্ষোভ উগড়ে দিলেন বহিষ্কৃত …

Leave a Reply

Your email address will not be published.