Breaking News
Home >> Breaking News >> কেন্দ্র ও রাজ্যের ভ্রান্ত নীতির বিরুদ্ধে সি পি আই এমের ১৭ টি সংগঠনের ডাকে নদিয়া জেলা শাসকের অফিসে স্বারকলিপি ও অবস্থান বিক্ষোভ

কেন্দ্র ও রাজ্যের ভ্রান্ত নীতির বিরুদ্ধে সি পি আই এমের ১৭ টি সংগঠনের ডাকে নদিয়া জেলা শাসকের অফিসে স্বারকলিপি ও অবস্থান বিক্ষোভ

কমল দত্ত,নদিয়া: কেন্দ্র ও রাজ্যের ভ্রান্ত নীতির বিরুদ্ধে সোমবার সি পি আই এমের ১৭ টি সংগঠনের ডাকে নদিয়া জেলা শাসকের অফিসে স্বারকলিপি ও অবস্থান বিক্ষোভ।এদিন নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে বামসংগঠনের কর্মী ও সমর্থকেরা জেলা শাসকের করনের সামনে কালেক্টরী মোড়ে অবস্থান বিক্ষোভ করে।  বৃষ্টিকে উপেক্ষা করে মোট ৩৭ দফা দাবীতে তারা সোচ্চার।মুলত কেন্দ্র ও রাজ্যের জনবিরোধী নীতির প্রতিবাদে এই কর্মসুচী।

Check Also

খাগড়াগড় কান্ডে ধৃত বোহরান সেখকে নিয়ে শিমুলিয়াতে এন.আই.এ. 

Leave a Reply

Your email address will not be published.