Breaking News
Home >> Breaking News >> বিবেকানন্দের বক্তৃতার ১২৫ তম বর্ষ উৎযাপন উপলক্ষ্যে গোয়ালতোড়ে সাইকেল রেলি

বিবেকানন্দের বক্তৃতার ১২৫ তম বর্ষ উৎযাপন উপলক্ষ্যে গোয়ালতোড়ে সাইকেল রেলি

গোয়ালতোড়:- বিবেকানন্দ স্মারক সমিতির পক্ষ থেকে চিকাগো ধর্মসভায় বিবেকানন্দের বক্তৃতার ১২৫ তম বর্ষ উৎযাপন উপলক্ষ্যে আজ গোয়ালতোড়ে একটি সাইকেল রেলি হয় । গোয়ালতোড় কিষান মান্ডির নিকট হতে এই সাইকেল রেলি শুরু হয় । পুরো গোয়ালতোড় ঘুরে পিংবনী হাইস্কুল পর্যন্ত এই সাইকেল রেলি যায় । ওইখান থেকে ফের গোয়ালতোড় কিষান মান্ডি তে এসে এই সাইকেল রেলি শেষ হয় । রেলিতে মোট ৫০ টির মতো সাইকেল ছিল এবং ১০ কিমি এই সাইকেল রেলি হয় । উপস্থিত ছিলেন রাষ্ট্রিয় স্বয়ং সেবক সংঘের গড়বেতা মহকুমার কার্যবাহ সনাতন মাহাত , গোয়ালতোড় খন্ডের বৌদ্ধিক প্রমুখ পলাশ খাঁ প্রমুখ । এই সাইকেল রেলি থেকে বিবেকান্দের শিকাগো বক্তৃতার উপর পুস্তিকা বিলি করা হয় ।

Check Also

খাগড়াগড় কান্ডে ধৃত বোহরান সেখকে নিয়ে শিমুলিয়াতে এন.আই.এ. 

Leave a Reply

Your email address will not be published.