Breaking News
Home >> Flash >> সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীতে পথে নামল ছাত্রছাত্রীরা

সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীতে পথে নামল ছাত্রছাত্রীরা

শুভায়ুর রহমান, নদিয়া: সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী সম্পর্কে সচেতন করতে পথে নামল নদিয়ার নাকাশিপাড়া ব্লকের মুড়াগাছা হাইস্কুলের ছাত্রছাত্রীরা।শনিবার দুপুরে লোহাগাছায় ৩৪ নম্বর জাতীয় সড়কে স্কুলের এন এস এস বিভাগের ৫০ জন ছাত্র ছাত্রী পথে নামেন।বাইক আরোহী দের উতসাহ দিতে যেসব বাইক আরোহীরর মাথায় হেলমেট ছিল তাদের মিষ্টি মুখ করা হয়।সেই সাথে যেসল বাইক আরোহী বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছিলেন তাদের হাতে গোলাপ তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সদর ট্রাফিক বিভাগের এ এস আই পিনাকী ঘোষ স্কুল সূত্রে জানা গেছে এদিন স্কুলের ছাত্র ছাত্রী দের ডায়াবেটিস সম্পর্কে ও সচেতন করা হয়।স্কুলের এন এস এস বিভাগের প্রোগ্রাম অফিসার অমৃত শিকদার বলেন”এই স্কুলের ছাত্র ছাত্রী রা প্রায় সারা বছর নানা ধরনের সামাজিক কার্যকলাপে অংশ গ্রহন করে থাকে।

loading...

এছাড়াও চেক করুন

প্রচুর টাকার বিজ্ঞাপনের লোভ দেখিয়ে হিন্দুত্বের প্রচার ? স্টিং অপারেশনে তোলপাড় দেশ

স্টিং নিউজ সার্ভিসঃ আজ ২৬ মে  সংবাদ প্রতিদিনের ওয়েবসাইটে একটি খবর প্রকাশ হয়েছে, যা নিয়ে তোলপাড় …

Leave a Reply

Your email address will not be published.