Breaking News
Home >> Breaking News >> ব্যালট বক্স তুলে বাইরে ফেলল দুষ্কৃতীরা

ব্যালট বক্স তুলে বাইরে ফেলল দুষ্কৃতীরা

দক্ষিণ দিনাজপুরঃ গণনাকেন্দ্রের ভেতর ঢুকে ব্যালট বক্স তুলে নিয়ে সেটি বাইরে ফেলে দিল দুষ্কৃতীরা। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর আবদুল গণি কলেজের গণনা কেন্দ্রে ঘটনাটি ঘটেছে।
আজ স্ট্রংরুম থেকে গণনাকেন্দ্রে ব্যালট বক্স নিয়ে যাওয়ার সময় তৃণমূল ও কংগ্রেসের কাউন্টিং এজেন্টদের মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। সেই সময় কয়েকজন দুষ্কৃতী গণনাকেন্দ্রের ভেতর ঢুকে ব্য়ালট বক্স তুলে নিয়ে তা বাইরে ফেলে দেয়।

খবর পেয়ে গঙ্গারামপুরের এসডিপিও বিপুল ব্যানার্জির নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ভোটগণনা।

loading...

এছাড়াও চেক করুন

প্রচুর টাকার বিজ্ঞাপনের লোভ দেখিয়ে হিন্দুত্বের প্রচার ? স্টিং অপারেশনে তোলপাড় দেশ

স্টিং নিউজ সার্ভিসঃ আজ ২৬ মে  সংবাদ প্রতিদিনের ওয়েবসাইটে একটি খবর প্রকাশ হয়েছে, যা নিয়ে তোলপাড় …

Leave a Reply

Your email address will not be published.