Breaking News
Home >> Breaking News >> নদিয়ার চাপড়ায় বাজ পড়ে মৃত ৪

নদিয়ার চাপড়ায় বাজ পড়ে মৃত ৪

প্রদ্যৎ দত্ত/সমীর রুদ্র, স্টিং নিউজ, চাপড়া, নদিয়া: নদীয়ার চাপড়া থানার ন-মাইলে বাজ পড়ে মৃত চার। মৃতদের সকলের বাড়ি ন-মাইলেই। মৃতেরা হল কালাচাঁদ সেখ(৬০), কামাল সেখ (৫০), নাজিজুল সেখ(৩০)
আজিজুল সেখ(২৫)।

জানা গিয়েছে, নাজিজুল সেখ ও
আজিজুল সেখ দুই ভাই। মৃতের পরিবারগুলিতে নেমে এসেছে শোকের ছায়া।

তারা সকলেই ন-মাইল বিএসএফ ক্যাম্পের পিছনের মাঠের একটি পাটক্ষেতে লেবারের কাজে গিয়েছিল। সকাল ১১ .৩০ নাগাদ বৃষ্টি শুরু হলে মাঠের পাশে স্যলো মেসিন রাখা ঘরে আশ্রয় নেয়। সেখানে বাজ পড়লে ঘটনা স্থলেই মৃত্যু হয় চার জনের।

বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের উদ্ধার করে চাপড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকলকে মৃত বলে ঘোষনা করা হয়।

loading...

এছাড়াও চেক করুন

বিশ্ববাংলা মামলায় অভিষেক বন্দোপাধ্যায়ের কাছে মুকুল রায়কে লিখিত ক্ষমা চাওয়ার নির্দেশ আলিপুরদুয়ার আদালতের

স্টিং নিউজ সার্ভিস, আলিপুরদুয়ার: বিশ্ববাংলা মামলায় অভিষেক বন্দোপাধ্যায়ের কাছে মুকুল রায়কে আগামী ত্রিশ দিনের মধ্যে …

Leave a Reply

Your email address will not be published.