Breaking News
Home >> Breaking News >> উলুবেড়িয়ায় ব্যাপক পঞ্চায়েতি হিংসা, পুকুরে ফেলা হল ব্যালটপেপার

উলুবেড়িয়ায় ব্যাপক পঞ্চায়েতি হিংসা, পুকুরে ফেলা হল ব্যালটপেপার

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করেসপনডেন্ট, হাওড়া: সকালে উলুবেড়িয়া তপনা গ্রাম পঞ্চায়েত, বেলা গড়াতে উলুবেড়িয়ার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কৈজুরি হাইস্কুল, দুপুরে উলুবেড়িয়া বাসুদেবপুর সর্বত্র পঞ্চায়েতি হিংসার ছবি।
উলুবেড়িয়ায় ব্যালট বাক্স নিয়ে দুষ্কৃতীরা পালাবার সময় পুলিশ ধাওয়া করলে কোনক্রমে পুকুরে পড়ে গিয়ে পালিয়ে যায় ৫দুষ্কৃতী। তবে তার আগে সমস্ত ব্যালট পুকুরে পড়ে যায়। পুকুরজুড়ে ভেসে থাকে ব্যালটপেপার।
উলুবেড়িয়া বাসুদেবপুর এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘটে। আগুন লাগিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়। ঘটনায় পুলিশ ও র‍্যাফ এলাকায় চলে আসে। জানা গেছে বিজেপি সমর্থক দের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এরপর শুরু হয় তৃণমূল -বিজেপি সংঘর্ষ।
অন্যদিকে উলুবেড়িয়ার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কৈজুরি হাইস্কুলে বুথ জ্যামের ঘটনায় পুলিশের লাঠিচার্জ করে। সমস্ত ঘটনায় কমিশনকে রিপোর্ট দেওয়া হবে বলে বিরোধী দের পক্ষ থেকে জানানো হয়।

loading...

এছাড়াও চেক করুন

বীরভূমে পৃথক পথদূর্ঘটনায় অবরুদ্ব ৬০ নং জাতীয় সড়ক

মহম্মদ আজাহার উদ্দিন, স্টিং নিউজ, বীরভূম : মহঃবাজার থানার খয়রাকুড়িতে জোড়া দূর্ঘটনা। ৬০ নং জাতীয় …

Leave a Reply

Your email address will not be published.