Breaking News
Home >> Breaking News >> ভোটের কার্ড ও আধার কার্ড থাকা সত্ত্বেও ভোট দিতে পারলেন না বিজেপি সমর্থক

ভোটের কার্ড ও আধার কার্ড থাকা সত্ত্বেও ভোট দিতে পারলেন না বিজেপি সমর্থক

গোপীবল্লভপুর -১ নম্বর ব্লকের ঘটনা। ওই ব্লকের ৬ নম্বর আলমপুর গ্রাম পঞ্চায়েতের ‘বাসিন্দা এস সি হাইস্কুলে’ ভোট দিতে এসে না ভোট দিয়েই বাড়ি ফিরলেন প্রভাস বাসকে। কাকরীডাহি গ্রামের বাসিন্দা ঊনপঞ্চাশ বছরের প্রভাস বলেন,”সকালে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে ছিলাম প্রায় আধঘন্টা। তারপর ভিতরে ঢুকে ভোট দিতে যাওয়ার সময় কাগজ মিলিয়ে দেখে প্রিসাইডিং অফিসার বললেন আপনার নাম নেই ভোটার লিস্টে। তাই ভোট দিতে পারবেন না।’
ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে প্রভাস বলেন,’গত বিধানসভায় আমি ভোট দিয়েছিলাম। জন্ম থেকে এই বুথেই ভোট দিয়ে আসছি। শাসকদল চক্রান্ত করে নাম টি বাদ দিয়েছে, আমি বিজেপি সমর্থক বলে।’
বুথের প্রিসাইডিং অফিসার পুরেস প্রসূন মাহাতো বলেন,”নিয়ম অনুযায়ী ভোটার লিস্টে উনার নাম না থাকায় ভোট দিতে পারেননি। বিষয়টি সেক্টর অফিসারকে আমি জানিয়ে ছিলাম। উনারাও বলেছেন ভোটের লিস্টে নাম না থাকলে ভোট দিতে পারবেন না কোন ব্যক্তি।”

loading...

এছাড়াও চেক করুন

বীরভূমে পৃথক পথদূর্ঘটনায় অবরুদ্ব ৬০ নং জাতীয় সড়ক

মহম্মদ আজাহার উদ্দিন, স্টিং নিউজ, বীরভূম : মহঃবাজার থানার খয়রাকুড়িতে জোড়া দূর্ঘটনা। ৬০ নং জাতীয় …

Leave a Reply

Your email address will not be published.