কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করেসপনডেন্ট, হাওড়া: দীর্ঘদিন রাস্তা খারাপ হয়ে পড়ে রয়েছে হচ্ছে না সারাই, বেহাল রাস্তায় উল্টে যাচ্ছে টোটো আহত হচ্ছেন যাত্রীরা, এই অভিযোগে মঙ্গল বার হাওড়া টিকিয়াপাড়া এলাকায় ইস্ট ওয়েস্ট বাইপাস অবরোধ স্থানীয় দের।
টিকিয়াপাড়া এলাকায় রয়েছে বেশ কয়েকটি স্কুল, রয়েছে কিছু বড় কারখানা, তাদের ভাড়ি ভাড়ি লরি চলাচল করে, বাড়ছে দুর্ঘটনা। আজ সকালে শুরু হয় পথ অবরোধ। চৌকি টেবিল পেতে অবরোধ শুরু করে এলাকাবাসী। প্রায় আধঘণ্টার অবরোধের জেরে বিশাল যানজটের সৃষ্টি হয়। একে আজ হাওড়ায় মঙ্গলা হাট বহু ছোট বড় গাড়ি হাটে আসে সব গাড়ি আটকে যায় যানজটে।
অবরোধ কারীদের কথায়, বড় বড় গর্ত তৈরি হয়েছে বারবার টোটো উল্টে যাচ্ছে। দুদিন আগে এক মহিলার হাত ভেঙে যায়। আজ সকালেও টোটো উল্টে যায় আহত হয় এক মহিলা। তাকে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয়। দীর্ঘ দিন এই ছবি দেখেই আজ বাধ্য হয়ে রাস্তা অবরোধ করা হয়।
যেহেতু এই বাইপাস যুক্ত করেছে হাওড়া- আমতা রোডের সাথে। অবরোধের জেরে যাত্রীরা আটকে পড়ে। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। বুঝিয়ে অবরোধ তোলা হয়। এই রাস্তাটি একাধারে হাওড়া ময়দানের সাথে যুক্ত করেছে অন্যদিকে দাশনগর এলাকার সাথে যুক্ত। এমন ব্যস্ত রাস্তার অবরোধের জেরে তীব্র হয় যানজট। অবরোধ কারীদের সাথে কথা বলে পুরসভা। তবে পুলিশের কথায় অবরোধ তুলে নেওয়া হয়। এই রাস্তা দ্রুত সারাইয়ের আশ্বাস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।