গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: কাটোয়া ২নংব্লকের শ্রীবাটী গ্রামে শুরু হয়েছে শিবের গাজন।৩০০ বছরের প্রাচীন এই ঠাকুর।এখানে চড়কপুজো বিশাল আকর্ষণীয়।পাশ্ববর্তী গ্রাম সিঙ্গি থেকে বুড়োশিব আসেন।একটি বড় কাঠের পোল পোঁতা থাকে।তার উপর দড়ি বাঁধা থাকে।একদিকে একজন সন্ন্যাসী কোমরে বেঁধে পাক খায়।বহুদুর থেকে মানুষ আসেন।মেলা বসে।