কার্ত্তিক গুহ,পশ্চিম মেদিনীপুর:- কয়েক মাস লুকোচুরি খেলার পরে দুজনকে আহত করে অবশেষে ধরা পড়ল লালগড়ের রয়্যাল বেঙ্গল টাইগার। এ দিন পশ্চিম মেদিনীপুরের সদর ব্লকের কাছে বাঘঘোড়ার জঙ্গলে ধরা পরে বাঘটি। এই সময়ে জঙ্গলে শিকার উৎসব চলে। জঙ্গলে শিকারে গিয়ে এ দিনই দুই আদিবাসী শিকারি বাঘের হামলায় আহত হন। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের বেড়াবাঘ ঘরার জঙ্গলে । হঠাৎ বাঘ পিছন দিক থেকে এসে বাঘ হামলা করে। এই হামলায় দুই আদিবাসী শিকারি আহত হন। তাঁদেরকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন পান্ডা মুর্মু (৩৫) ও নন্দলাল সরন (৪০) । দুই শিকারিকে ঘায়েস করার পরে শিকারিদের তাড়া খেয়ে বাঘঘোড়ার জঙ্গলে একটি গর্তে পড়ে যায় বাঘটি। বাঘ গর্তে পড়তেই, সেটিকে জাল দিয়ে ঘিরে ফেলেন শিকারিরা।খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বনকর্মীরা। চলতি মাসের শুরুর দিকে লালগড়ের মধুপুর জঙ্গলে রয়্যাল বেঙ্গলের দেখা মেলে। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে বাঘের ছবি। তারপর থেকেই বাঘ ধরতে জঙ্গল জুড়ে চলে ড্রোন তল্লাশি। পাতা হয় খাঁচা। কিন্তু বাঘের দেখা মেলেনি। তার পর বাঘটি লালগড়, গোয়ালতোড়, সারেঙ্গা, সিমলাপাল সহ নানা এলাকায় ঘুরে বেড়িয়েছে। বাঘের উপর নজরদারি করতে গিয়ে গোয়ালতোড় এলাকায বন দপ্তরের গাড়িতে দম বন্ধ হয়ে মারা যান দপ্তরের দুই কর্মী। অবশেষে এদিন জালে পড়ল বাঘ।