মনিরুল হক, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, কোচবিহারঃ মধ্যরাতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। ঐ অগ্নি কাণ্ডে এক মহিলা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও ৫ টি গরু ও ১২ ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ঐ ঘটনা ঘটেছে কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকার রাজপুর গ্রামে। আহত মহিলার নাম মিনতি সরকার। তিনি বর্তমানে কোচবিহার এমজেএন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজপুর গ্রামের কৃষক পরিবার গৌর সরকারের গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য ধোঁয়া দেওয়া হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ঐ ধোঁয়ার আগুন গোয়াল ঘরে লেগে গেলে তা ভয়াবহ আকার ধারন করে। গৌর বাবুর স্ত্রী মিনতি দেবী আগুন লাগার ঘটনা বুঝে গোয়াল ঘর থেকে গরু ছাগল বের করতে গিয়ে আহত হয় বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে ঐ খবর পেয়ে এলাকার বিধায়ক মিহির গোস্বামী ও কোচবিহার ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ খোকন মিয়াঁ ঘটনাস্থলে ছুটে যান। বিধায়ক ঐ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।
এছাড়াও চেক করুন
সরকারী টাকায় কেনা কীটনাশক, সার, বীজ তছরুপ গোয়ালতোড়ে
কার্তিক গুহ , ঝাড়গ্রাম : সরকারি টাকায় কেনা গোডাউন ভর্তি কীটনাশক, সার, বীজ । অথচ …