Breaking News
Home >> Breaking News >> নদিয়ার দেবগ্রামে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুই পরীক্ষার্থীর মৃত্যু

নদিয়ার দেবগ্রামে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুই পরীক্ষার্থীর মৃত্যু

স্টিং নিউজ সার্ভিস, দেবগ্রাম: মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দূর্ঘটনায় দুই মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হল।সোমবার সকাল ১০:৩০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ ব্লকের পানিঘাটার একটি ধাবার সামনে ৩৪ নম্বর জাতীয় সড়কে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানিঘাটা হাইস্কুলের ২ জন ছাত্রী স্কুটিতে চেপে দেবগ্রাম এসএ বিদ্যাপীঠে পরীক্ষা দিতে যাচ্ছিল। আচমকা বহরমপুর গামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই ছাত্রীর মৃত্যু হয়। মৃতদের নাম মাসুদা খাতুন ও নাজিবা খাতুন। মৃতদের বাড়ি কালীগঞ্জের পানিঘাটা গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামে।

জানা গিয়েছে, মৃত এক ছাত্রী মাসুদার ভাই সাজিদুল সেখ স্কুটি চালিয়ে নিয়ে যাচ্ছিল।স্কুটির চালক সাজিদুলও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মৃত ছাত্রী দুই জন প্রতিবেশী। এই ঘটনায় এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয়রা পুলিশকে ঘরে বিক্ষোভ দেখাতে শুরু করে। ফলে কিছু ক্ষণ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।

এছাড়াও চেক করুন

সরকারী টাকায় কেনা কীটনাশক, সার, বীজ তছরুপ গোয়ালতোড়ে

কার্তিক গুহ , ঝাড়গ্রাম : সরকারি টাকায় কেনা গোডাউন ভর্তি কীটনাশক, সার, বীজ । অথচ …

Leave a Reply

Your email address will not be published.