Breaking News
Home >> Breaking News >> দাঁইহাট পুরসভায় নতুন পুরপ্রধান তৃণমূল কংগ্রেসের শিশির মণ্ডল

দাঁইহাট পুরসভায় নতুন পুরপ্রধান তৃণমূল কংগ্রেসের শিশির মণ্ডল

গৌরনাথ চক্রবর্ত্তী, দাঁইহাট: পুর্ব-বর্ধমানের দাঁইহাট পুরসভায় নতুন পুরপ্রধান নিযুক্ত হলেন ১২নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার শিশির মণ্ডল।মেয়াদ শেষের আগেই মাঝপথে বদলে গেল দাঁইহাট পুরসভা।২০১৫ সালে ক্ষমতায় আসে সিপিএম। কিন্তু সিপিএমের পাঁচজন সদস্য তৃণমূলে যোগদান করার ফলে তৃণমূলের কাউন্সিলারের সংখ্যা বেড়ে হয় ৯জন।সোমবার বেলা ১১টায় দাঁইহাট পুরসভায় পৌরপ্রধান কক্ষে কাটোয়ার মহকুমাশাসক সৌমেন পাল,কাটোয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট পার্থপ্রতিম সাধুখাঁ -র উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন শিশির মণ্ডল।

এছাড়াও চেক করুন

বনি – ঋত্বিকার নতুন ইনিংস

অর্ণব নস্কর,কলকাতা: দীর্ঘ চার বছর পর আবারও পর্দায় একসঙ্গে ফিরছে বনি ও ঋত্বিকা। এ এক …

Leave a Reply

Your email address will not be published.