Breaking News
Home >> Flash >> অনলাইনে বিক্রি হচ্ছে গণ্ডারের সিং

অনলাইনে বিক্রি হচ্ছে গণ্ডারের সিং

স্টিং নিউজ সার্ভিসঃ অনলাইনে এবার গণ্ডারের সিংও বিক্রি হচ্ছে। বেআইনিভাবে গন্ডারের সিং বিক্রি এড়াতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। তবে এই ব্যবসা শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। কারণ রাষ্ট্রপুঞ্জ এখনও গণ্ডারের সিংয়ের রপ্তানি বাণিজ্যের অনুমোদন দেয়নি।  সেকারণেই অনলাইনে দেশের বাজারে গণ্ডারের সিং বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাইভেট রাইনো ওনার্স অ্যাসোসিয়েশন। এই সংগঠনের প্রতিনিধিদের দাবি দক্ষিণ আফ্রিকা সরকার গণ্ডারের সিং পাচার নিয়ন্ত্রণ করতেই দেশের বাজারে অনলাইনে গণ্ডারের সিং কেনাবেচার অনুমতি দিয়েছে। এতে নাকি চোরা শিকারিদের হাতে গণ্ডার নিধন অনেকটাই কমবে।

যদিও বাইরে গণ্ডারের সিং রপ্তানিতে অনুমতি দেওয়া হয়নি। অনলাইনে বিক্রির সময় গণ্ডারের ডিএনএ রিপোর্টও। যাতে চোরাপথে কোনও সিং বিক্রি না করা যায়। কারণ চোরা শিকারীদের পক্ষে গণ্ডার নিধনের পর তার ডিএনএ রিপোর্ট বের করা সম্ভব নয়। সরকারি খাতায় এই ডিএনএ রিপোর্ট নথিভুক্ত করা থাকবে। কাজেই আপনিও চাইলে কিনতে পারেন গণ্ডারের সিং। তার জন্য ক্লিক করতে হবে www.rhta.co.za। (সৌজন্যেঃ aajkaal.in)

এছাড়াও চেক করুন

কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি ঘরের শত্রু বিভীষণের মত ডবল গেম খেলছেন বললেন কংগ্রেস নেতা প্রমথনাথ রায়

উত্তর দিনাজপুর , কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি ডবল গেম খেলছেন।তিনি কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সির সাথেও …

Leave a Reply

Your email address will not be published.