Breaking News
Home >> Breaking News >> হবিবপুরের কলাইঘাটায় ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ প্রায় ১৪০ জন

হবিবপুরের কলাইঘাটায় ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ প্রায় ১৪০ জন

কমল দত্ত, নদিয়া: ধর্মীয় এক নাম সংকীর্তনের খাবার খেয়ে অসুস্থ গোটা গ্রাম, রানাঘাট হাসপাতালে ভর্তি ৪০ জন। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার হবিবপুর ব্লকের কলাইঘাটা দাসপাড়ায়। জানাগেছে গত ৫ দিন ধরে চলা নামসংকীর্তনের অষ্টপ্রহর চলছিল।গতকাল ওই ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে গ্রামের বেশীর ভাগ বাড়িতে রান্না খাওয়ার ব্যবস্থা বন্ধ ছিল। সকলে শনিবার রাতে ডাল, ভাত, তরকারী খাবার পর অসুস্থবোধ করেন।এরপর তাদের সকলের মধ্যে শুরু হয় বমি,পায়খানা।বাদ যাই নি শিশুরাও। অনেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। রবিবার সকালে পেটে ব্যাথা নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছে অনেকে। রানাঘাট ব্লক ১ এর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বেশ কিছু অসুস্থ মানুষ ভর্তি আছেন। রানাঘাট হাসপাতাল সুপার নদিয়ার হবিবপুরের দাসপাড়ায় একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল তাতে সমাগম হয়েছিল প্রচুর মানুষের।প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে খাদ্যে কোন বিষক্রিয়া পড়ে এই ঘটিনা ঘটতে পারে। ওই ধর্মীয় অনুষ্ঠানে প্রায় ৩০০ জনের সমাগম ঘটেছিল তার মধ্যে ১৫০ জন মানুষ অসুস্থ হয়ে পড়েন। বেশি খারাপ শিশু এবং বয়স্কদের।ইতিমধ্যে মেডিকাল টিম পাঠানো হয়েছে বলে জানান ব্লক স্বাস্থ্য আধিকারিক।প্রতিবেদন লেখা পর্যন্ত সকল রোগী সুস্থ এবং স্বাভাবিক আছে বলে জানাগেছে।

এছাড়াও চেক করুন

হাওড়া স্টেশনে ডাক বিভাগের গুডাউনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করেসপনডেন্ট, হাওড়া: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া স্টেশন। …

Leave a Reply

Your email address will not be published.