Breaking News
Home >> Breaking News >> মুখ্যমন্ত্রীর জেলা সফরকে ঘিড়ে ব্যস্ততা তুঙ্গে

মুখ্যমন্ত্রীর জেলা সফরকে ঘিড়ে ব্যস্ততা তুঙ্গে

পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ ২১ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২১ তারিখ দুপুর ২ টোয় গঙ্গারামপুর স্টেডিয়ামে প্রশাসনিক সভা করবেন। সেখান থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ যাওয়ার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর জেলা সফর উপলক্ষ্যে জোর প্রস্তুতি শুরু হয়েছে জেলা প্রশাসনস্তরে। গতকাল মঞ্চ তৈরির কাজ ঘুরে দেখেন জেলা পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা।
২০১২ সালের ৩১ অগাস্ট নাট্যতীর্থ মঞ্চে শেষবার বালুরঘাটে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে বালুরঘাট স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক ও রাত্রিবাস করার কথা থাকলেও সময়সূচি পরিবর্তন হয় শেষ মুহূর্তে। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রচারের জন্য একবার আকাশপথে বালুরঘাটের উত্তমাশা এলাকায় এসেছিলেন। তারপর জেলায় অনেকবার এলেও বালুরঘাটে আসেননি তিনি। আগামী ২১ তারিখ অর্থাৎ বুধবার দুপুর দুটোয় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা করার কথা আছে গঙ্গারামপুর স্টেডিয়ামে। গঙ্গারামপুর থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। প্রায় ১০০টি প্রকল্পের শিলান্যাস ও ৬০টির মতো প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
এবিষয়ে জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী জানান, ২১ ফেব্রুয়ারি দুপুর দু’টোয় গঙ্গারামপুরে আসবেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক সভা রয়েছে। সেখান থেকে তিনি উত্তর দিনাজপুরে যাবেন। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান, গঙ্গারামপুরে আসছেন মুখ্যমন্ত্রী। তারই মঞ্চ তৈরির কাজ চলছে। সেই সব দেখতে তিনি স্টেডিয়ামে এসেছেন। সরকারি কর্মসূচি তাই অন্য প্রশাসনিক আধিকারিকরাও এসেছেন সভাস্থল পরিদর্শনে।
গঙ্গারামপুর থেকে উত্তর দিনাজপুর যাবেন তিনি। ২১ ফেব্রুয়ারি বিকেলে রায়গঞ্জের রবীন্দ্র ভবনে দুই দিনাজপুরের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পরের দিন হেমতাবাদ থানা মাঠে সরকারি সামগ্রী বিতরণের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষ্যে আজ রায়গঞ্জের রবীন্দ্র ভবন পরিদর্শন করেন জেলাশাসক আয়েষা রানি সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।

এছাড়াও চেক করুন

ইরাকে আইসিস জঙ্গীদের হাতে মৃত নদিয়ার দুই ছুঁতোর মিস্ত্রি

শুভায়ুর রহমান, নদিয়া: গত চার বছর আশায় বুক বেঁধে ছিলেন ঘরের লোক ফিরে আসবে। বাড়িতে …

Leave a Reply

Your email address will not be published.