Breaking News
Home >> Breaking News >> চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে

চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে

বিশ্বজিৎ মন্ডল,স্টিং নিউজ করেসপনডেন্ট,মালদাঃ চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় মৃত্যু হয়েছে পুরাতন মালদহে বাসিন্দা নয় মাসের শিশু আনিসা খাতুনের। পরিবারের অভিযোগ গত শনিবার অসাবধানতা বসতঃ বিছানা থেকে পড়ে মাথায় চোট পায় ওই শিশুটি মাথার পেছনের অংশ ফুলে যায়। গতকাল সোমবার মালদা মেডিক্যাল কলেজের বর্হিবিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় শিশুটিকে। পরিবারের দাবি, বর্হিবিভাগে উপস্থিত ডাক্তার শিশুটিকে দেখার পর তাঁকে ৫০৯ নম্বর ঘরে পাঠিয়ে দেয়। সেখানে বর্হিবিভাগে শিশুটির মাথার পিছনের অংশ কেঁটে রক্ত বের করা হয়। অভিযোগ কাঁটা হলেও সেখানে কোনো সেলাই দেওয়া হয়নি। কেবল মাত্র ক্ষতস্থানটিতে ব্যাণ্ডেজ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। দুদিন পরে আনতে বলা হয়েছিল তাঁকে। পরিবারের লোকজনের দাবি বাড়ি ফেরার পথে শিশুটির মাথা থেকে রক্তপাত হতেই থাকে। থামার কোনো সম্ভবনা না দেখে শেষ পর্যন্ত । তড়িঘড়ি ওই শিশুটিকে ফিরেয় আনা হয় মালদা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর তাঁকে ভর্তি করে চিকিৎসা করা শুরু হয়। কিন্তু রক্তপাত বন্ধ হয়নি। শেষ পর্যন্ত আজ ভোরে মৃত্যু হয় আনিসার। এরপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সরব হয় পরিবার। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেণডেণ্ট ও ভাইস প্রিন্সিপালের সঙ্গে দেখা করে শিশুটির মৃতের পরিবার। এবং দোষী ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন তোলেন।

loading...

এছাড়াও চেক করুন

প্রচুর টাকার বিজ্ঞাপনের লোভ দেখিয়ে হিন্দুত্বের প্রচার ? স্টিং অপারেশনে তোলপাড় দেশ

স্টিং নিউজ সার্ভিসঃ আজ ২৬ মে  সংবাদ প্রতিদিনের ওয়েবসাইটে একটি খবর প্রকাশ হয়েছে, যা নিয়ে তোলপাড় …

Leave a Reply

Your email address will not be published.