Breaking News
Home >> Breaking News >> হালিশহরে অনুষ্ঠিত হল “ক্রিকেট উৎসব – ২০১৮”

হালিশহরে অনুষ্ঠিত হল “ক্রিকেট উৎসব – ২০১৮”

সৌভিক সরকার,হালিশহর: হালিশহর রামপ্রসাদ খেলার মাঠে হালিশহর সোশ্যাল এন্ড কালচারাল ইউথ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল “ক্রিকেট উৎসব-২০১৮”। এদিনের ক্রিকেট খেলায় ব্যারাকপুর মহকুমার মোট ১৬টি দল অংশগ্রহণ করে। খেলার মাঠে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈশালী ডালমিয়া, এছাড়াও ছিলেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং, নোয়াপাড়ার বিধায়ক সুনিল সিং, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি সুজিত দাস, তৃণমূল নেতা প্রবীর সরকার, দীপন দত্ত, প্রণব লোহ প্রমুখ।

Check Also

কুশমণ্ডির নির্যাতিতার সঙ্গে  দেখা করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন

বিশ্বজিৎ মন্ডল, স্টিং নিউজ করেসপনডেন্ট, মালদাঃ কালই জেলা সফরে এসে মালদহ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে …

Leave a Reply

Your email address will not be published.