Breaking News
Home >> Breaking News >> প্যটেলনগর বাসষ্ট্যান্ডের পাশে  বাড়িতে আগুন, গুরুতর আহত ১

প্যটেলনগর বাসষ্ট্যান্ডের পাশে  বাড়িতে আগুন, গুরুতর আহত ১

মহ: আজাহার উদ্দিন, বীরভূম : রবিবার ভোর তিনটে নাগাদ প্যটেলনগর বাসষ্ট্যান্ডের পাশের আদিবাসী পাড়ায় একটি বাড়িতে আগুন লাগে। ঐ খড়ের ছাউনির বাড়ীতে তখন ঘুমাচ্ছিলেন ওই পরিবারের চার সদস্য । বাড়ির ভিতর ছিলেন ৬৫ বছরের ফূলমনি হেমব্রম, তার ছেলে লখীন্দর হেমব্রম ও ১১ ও ৯ বছরের দুই শিশু । রাত্রি তিনটে নাগাদ ফূলমনির নাতি শম্ভুর ঘুম ভেঙে যায় । বাইরে বেরিয়ে এসে সে দেখে ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে, ডাকাডাকি শুরু করে।বাড়ি থেকে বেরিয়ে আসে বাকী সদস্যরা ঘুমন্ত ৯বছরের মেয়েকে ঐ ঘর থেকে বার করতে গিয়ে অগ্নিদগ্ধ হয় লখিন্দর। তার মুখ ও হাতের বিভিন্ন অংশ পুড়ে যায় । পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হয় । দমকল আসার পূর্বে বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় । অগ্নিদগ্ধ লখীন্দরকে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে প্যটেলনগর স্বাস্থ্য কেন্দ্রে ।
আগুনের উৎস এখনও অজানা ।

loading...

এছাড়াও চেক করুন

প্রচুর টাকার বিজ্ঞাপনের লোভ দেখিয়ে হিন্দুত্বের প্রচার ? স্টিং অপারেশনে তোলপাড় দেশ

স্টিং নিউজ সার্ভিসঃ আজ ২৬ মে  সংবাদ প্রতিদিনের ওয়েবসাইটে একটি খবর প্রকাশ হয়েছে, যা নিয়ে তোলপাড় …

Leave a Reply

Your email address will not be published.