Breaking News
Home >> Breaking News >> নদীয়ার পলশুণ্ডায় শুরু হল বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

নদীয়ার পলশুণ্ডায় শুরু হল বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

পার্থ দাস বৈরাগ্য, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, তেহট্ট নদীয়া: নদীয়া তেহট্ট থানার পলশুণ্ডা রামকৃষ্ণ সমাজ মিশন এণ্ড এম বি বিদ্যাপীঠের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল। সোমবার পলশুণ্ডা দিঘীরধার বিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। এখানে ছাত্রীদের দৌড়,লংজাম্প, হাইজাম্প, যেমন খুশি সাজো, লেবু খোসা ছাড়ানো ও পোশাক পাল্টানো প্রভৃতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও এখানে ছাত্রীদের অভিভাবক অবিভাবকাদের সাথে সাথে স্কুলের শিক্ষিকারাও ক্রীড়া প্রতিযোগিতায় সামিল হয়ে দৌড়,চামচ দৌড়,মিউজিকাল চেয়ার প্রভৃতি খেলায় অংশনেন। পরে স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী বিশ্বাস জানান ছাত্রীদের পড়াশোনার সঙ্গে সঙ্গে শারীরিক ও মানুষিক বিকাশের লক্ষে সারা বছর তাদের খেলাধুলায় সামিল করা হয়। এবং বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সেরা ছাত্রীদের সাথে সাথে অন্য সেরা প্রতিযোগীদেরও পুরস্কৃত করা হয়েছে বলে তিনি জানান। স্থানীয় যুবক স্বরজীত বিশ্বাস বলেন,এই ধরনের ক্রীড়া অনুষ্ঠান হওয়ার ফলে এলাকায় ছাত্রীদের খেলার প্রতি আগ্রহ বাড়বে।এই প্রতিযোগিতা দেখার জন্য ক্রীড়া প্রেমী মানুষের উপস্থিতি ছিলো চোখে পরার মতো।

loading...

এছাড়াও চেক করুন

বিভিন্ন দাবি নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারকে স্মারকলিপি তুলে দিলেন দিনহাটা জন জাগরন মঞ্চ

মনিরুল হক, কোচবিহারঃ বিভিন্ন দাবি দাবা নিয়ে মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারের কাছে স্মারকলিপি তুলে দিলেন …

Leave a Reply

Your email address will not be published.