Breaking News
Home >> Breaking News >> সমাপ্ত হল নওপাড়া হাইস্কুলের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সমাপ্ত হল নওপাড়া হাইস্কুলের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টিং নিউজ সার্ভিস: বৃহস্পতিবার সমাপ্ত হল নওপাড়া হাই স্কুলের শীত কালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। তিন দিন ধরে চলে এই প্রতিযোগিতা। মোট ৫৫ টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের মশাল দৌড়ের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা হয় গত মঙ্গলবার।
বৃহস্পতিবার ফাইনালের পর পুরস্কার বিতরণ করা হয়। সমাপ্তি অনুষ্ঠানের দিনে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কারা মন্ত্রী উজ্জল বিশ্বাস, কৃষ্ণনগর ২ পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি জগন্নাথ ঘোষ, বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্য, এলাকার বিশিষ্ট শিক্ষক সঞ্জয় মুখার্জী এবং
স্কুলের সভাপতি সাহেব শেখ।

কৃষ্ণনগর ২ পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি জগন্নাথ ঘোষ বলেন, “আমি আমন্ত্রিত অতিথি হিসাবে শেষ দিনের ওই অনুষ্ঠানে গিয়েছিলাম। একটা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তিন দিন ধরে চলে আর তা ৫৫ টা ইভেন্টে। এর থেকেই বোঝা যায় কত বড় একটা আয়োজন! স্কুল কর্তপক্ষকে আমি এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই।”

এছাড়াও চেক করুন

সরকারী টাকায় কেনা কীটনাশক, সার, বীজ তছরুপ গোয়ালতোড়ে

কার্তিক গুহ , ঝাড়গ্রাম : সরকারি টাকায় কেনা গোডাউন ভর্তি কীটনাশক, সার, বীজ । অথচ …

Leave a Reply

Your email address will not be published.