Breaking News
Home >> Breaking News >> নদিয়ার সাহেবনগরে বিবেক চেতনা উৎসবে ফুটবল প্রতিযোগিতা

নদিয়ার সাহেবনগরে বিবেক চেতনা উৎসবে ফুটবল প্রতিযোগিতা


পার্থ দাস বৈরাগ্য,  স্টিং নিউজ করেসপন্ডেন্ট, তেহট্ট নদিয়া: নদিয়ার  তেহট্ট থানার সাহেবনগরে বিবেক চেতনা উৎসব উপলক্ষে শুরু হল ফুটবল প্রতিযোগিতা। আজ তেহট্ট ২ নম্বর ব্লকের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সাহেবনগর হাইস্কুল মাঠে বিবেক চেতনা উৎসবের প্রদর্শনী ফুটবল খেলা সূচনা করেন যুব কল্যাণ দপ্তরের বড়বাবু ইন্দ্রজিৎ রায়। সঙ্গে উপস্থিত ছিলেন অফিস কর্মী ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, ইলামুল মন্ডল, অসিত বিশ্বাস,ও সমাজ সেবী অসীম ঘোষ সহ এই স্কুলের ভার প্রাপ্ত শিক্ষক সুজিৎ মৈত্র,শিক্ষক সমীর কয়াল,স্কুল পরিচালন সমিতির সন্মানীয় ব্যাক্তি বর্গ।  এখানে হাইস্কুল টিম বনাম সাহেবনগর নিউ স্টার ক্লাবের মধ্যে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। দুই দলের খেলা চলাকালীন  ফলা ফল গোল শুন্য হওয়ায় ট্রাইবেকারে মাধ্যমে সাহেবনগর নিউ স্টার ক্লাবকে হারিয়ে জয়ী হয় সাহেবনগর স্কুলটিম। এই খেলা দেখার জন্যে ছাত্র ছাত্রীদের সাথে স্থানীয় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পরার মত।

Check Also

ছাত্রাবাসের উদ্বোধন হল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে

পিয়া গুপ্তা, স্টিং নিউজ করেসপনডেন্ট, উত্তর দিনাজপুর: রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলাতে কালিয়াগঞ্জ পার্ব্বতী সুন্দরী …

Leave a Reply

Your email address will not be published.