Breaking News
Home >> Breaking News >> বরোলি উৎসবের সূচনা হল কোচবিহারে

বরোলি উৎসবের সূচনা হল কোচবিহারে

মনিরুল হক, স্টিং নিউজ করেসপনডেন্ট, কোচবিহারঃ  বরোলি উৎসবের সূচনা হল কোচবিহারে। মৎস্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার কোচবিহারের রবীন্দ্র ভবনে এই উৎসব শুরু হল। এদিন উৎসবের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, সাংসদ পার্থ প্রতিম রায়, বিধায়ক মিহির গোস্বামী, পুরসভার চেয়ারম্যান ভূষণ সিং, জেলাশাসক কৌশিক সাহা, মৎস্য দপ্তরের কোচবিহার জেলা আধিকারিক অলোক প্রহরাজ ও অন্যান্যরা। রবীন্দ্র ভবন প্রাঙ্গণে একাধিক স্টলে বরোলি মাছের নানা ধরণের পদ থাকছে। এই সব স্টল থেকে বরোলি মাছের ভিন্ন স্বাদ নেবার সুযোগ পাবেন মানুষ। একই সঙ্গে কোচবিহার জেলার নাম করা মৎস্যচাষি মাথাভাঙ্গার ভোগরামগুড়ির বাসিন্দা লক্ষ্মীকান্ত বর্মনের উদ্যোগে একটি মৎস্য সংগ্রহশালার স্টল দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ। দুইদিন ধরে এই উৎসব চলবে।  উত্তরবঙ্গ মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ বলেন, “বরোলি ছাড়াও কোচবিহার তথা উত্তরবঙ্গের নদী, খাল, বিলে বিভিন্ন ধরণের নদীয়ালি মাছ থাকে। যেমন, দারিকা, মৌরলা, গতা, বোয়াল, সাটি ইত্যাদি। কিন্তু বেশ কয়েক বছরে হল লক্ষ্য করা যাচ্ছে, যেদিন থেকে এই মশারি জাল ব্যবহার করা শুরু হয়েছে তারপর থেকে এই সব মাছ পাওয়া যাচ্ছে না। এমনকি পুঁটি মাছও পাওয়া যায় না। আমি মুখ্যমন্ত্রীকে লিখিত ভাবে জানাব যে, নদীয়ালি মাছ বাঁচাতে এই মশারি জাল যাতে ব্যবহার করা না হয় তার ব্যবস্থা গ্রহণ করতে। তাহলে আমরা আবার এই সব নদীয়ালি মাছ আবার পাওয়া যাবে। বিলে এবং ঝিলেও এই মাছগুলি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে।”

এছাড়াও চেক করুন

ভারত বাংলাদেশ ও নেপালের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে নেপালে পৌঁছাল পরীক্ষা মূলক বাস

বিশ্বজিৎ সরকার, স্টিংনিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ ভারত বাংলাদেশ ও নেপালের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published.