অনির্বাণ হাজরা,বর্ধমান: আলুর দাম তলানিতে। হিমঘরে জমে আছে মজুত আলু। মজুত আলু হিমঘরে পচে গেলেও চাষীরা তা বার করছেন না লোকসানের ভয়ে। কৃষকের দুরবস্থার প্রতিকারের দাবিতে অভিনব আন্দোলনে নামল সারা ভারত কৃষক সভা। সি পি আই এমের এই গণসংগঠন আজ জাতীয় সড়কে আলু পোড়ালো। জামালপুরের আঝাপুর মোড়ে আজ এই অভিনব প্রতিবাদের আয়োজন করা হয়। পোড়ানো হয় প্রচুর আলু। জাতীয় সড়কে চলাচলকারী ট্রাক,চারচাকা , বাইক আরোহীদের হাতে সেই পোড়া আলু তুলে দেওয়া হয়। আর অনুরোধ করা হয় যাতায়াতের পথে নবান্নের কাছে আলুপোড়ার মোড়কটি ফেলে দিতে। পরিবর্তনের আগে বামেদের সর্ববৃহৎ গণসংগঠন। রাজ্যে পালাবদলের ধাক্কায় আজ সমর্থন হ্রাস পেয়েছে তাদের। এই অভিনব পন্থায় আবার চাষীদের আস্থা ফিরে পেতে চাইছেন তাঁরা।
এছাড়াও চেক করুন
ব্যারাকপুর কমিশনারেটের ট্রাফিক বিভাগের এক অভিনব উদ্যোগ
সৈকত গাঙ্গুলী,ব্যারাকপুর: গ্রীষ্মকালের চরম দাবদাহের সময় রাস্তায় কাজে বের হওয়া পথচারী ও গাড়ি চালকদের ঠান্ডা …