কমলেন্দু পোড়েল, স্টিং নিউজ করেসপন্ডেন্ট,হুগলী: হুগলীর গোঘাট ২ পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ির ধাক্কায় মৃত্যুর জেরে আজ পথ অবরোধ করলো স্হানিয়রা।শ্যামল চক্রবর্তী (৪৫)নামে এক ব্যেক্তি রাস্তা পার করতে গিয়ে আরামবাগে ধাক্কা মারে সভাপতি পুতুল মুরমুর গাড়ি। আশঙ্কাজনক অবস্হায় আরামবাগ মহকুমা হাঁসপাতালে চিকিৎসা চলছিলো। আজ মৃত্যু হয় শ্যামল বাবুর। গোঘাট ২ কামারপুকুর এ আজ মৃত দেহ আসতেই অবরোধ হয় প্রধান সরক। একজনের সরকারী চাকরির দাবিতে চলে অবরোধ।লগাতার স্লোগান চলে সভাপতির বিরুদ্ধে।ঘটনা স্হলে আসে গোঘাট টানার বিশাল পুলিশবাহিনী। তবে অবরোধ ওঠেনি। টানা দুই ঘন্টা অবরোধের পর স্হানিয় তৃনমুল কংগ্রেস এর নেতা ও ব্লকসভাপতি মৃত ব্যেক্তির স্রীকে পঞ্চায়েত এ বর্তমানে অস্হায়ী ভাবে চাকরি দেওয়া ও খরচ বহনের প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়।
Home >> Breaking News >> হুগলীর গোঘাটে পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ির ধাক্কায় মৃত্যু, চাকরির দাবিতে অবরোধ রাস্তা
এছাড়াও চেক করুন
ব্যারাকপুর কমিশনারেটের ট্রাফিক বিভাগের এক অভিনব উদ্যোগ
সৈকত গাঙ্গুলী,ব্যারাকপুর: গ্রীষ্মকালের চরম দাবদাহের সময় রাস্তায় কাজে বের হওয়া পথচারী ও গাড়ি চালকদের ঠান্ডা …