পিয়া গুপ্তা: সদিচ্ছা ও যদি মনের জোর থাকে তাহলে কোন কাজেই অসম্ভব নয় তা আরো একবার প্রমান করলেন কালিয়াগঞ্জ এর পৌরপতি কার্তিক চন্দ্র পাল। উত্তরের কনকনে হাওয়ার সঙ্গে ঠান্ডাকে উপেক্ষা করে পাড়ায় পাড়ায় কখন বা পথচারীকে কখন বা কোন দরিদ্র মানুষকে কোলে টেনে নিজের হাতে কম্বল ও হরলিস্ক দিলেন
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার তরুন তুর্কী পৌর প্রধান কার্তিক চন্দ্র পাল। তিনি সোমবার গভীর রাতে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন অলি গলিতে গিয়ে নিজেই দেখেন কোন মানুষ একটুকুরো শিত বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে কি না ।.কখনো চলে যান ধৈনকোল হাটে তো কখনো রেল স্টেশনে কখনো মহেন্দ্রগঞ্জ কখনো বা কালিয়াগঞ্জ এর টায়ার কোম্পানির ওলি গলিতে এমন করে কালিয়াগঞ্জ এর প্রতিটা ওলি গলিতে গিয়ে দেখেন প্রচন্ড ঠান্ডাতে যারা কষ্ট পাচ্ছেন তাদের হাতে একটি কম্বল ও হরলিস্ক তুলে দান এদিকে তীব্র শীত কে উপেক্ষা করে প্রচন্ড কুয়াশার মধ্যে পৌর প্রধান কার্তিক পাল এর সঙ্গে ছিলেন কাউন্সিলার আমিত দেব গুপ্ত আর পাশা পাশি কালিয়াগঞ্জ এর সাংবাদিকরা। কালিয়াগঞ্জ এর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কম্বল ও হরলিস্ক বিলি করার পড় এক সাক্ষাৎকারে বলেন মানুষ হয়ে যদি মানুষ এর সুখ দুঃখে না দাডাতে পারি তাহলে ওই জীবনের কোন দাম নেই। তাই মানুষের প্রয়োজন এর কথা মাথায় রেখে এই উদ্দ্যেগ নেওয়া হয়েছে প্রচন্ড শীতের মধ্যে যারা কষ্ট পাচ্ছেন তাদের পাশে গিয়ে শীত বস্ত্রের পাশা পাশি হরলিস্ক দিলাম ।
এদিকে যারা রাত্রে এই শীত বস্ত্র পেলেন এদের মধ্যে কেউ বা রিস্কা চালক কেউ আবার ভবঘুরে কেউ আবার অনাথ হয়ে রেল স্টেশনে শুয়ে ছিলেন
তিনি আরো বলেন আগামি দিনে কালিয়াগঞ্জ এর বিভিন্ন জায়গায় রাতের বেলায় ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকে তাদের জন্য পৌরসভার পক্ষ থেকে একটি ঘড় তৈরি করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে।