Breaking News
Home >> Breaking News >> ফাঁসিদেওয়ায় অনুষ্ঠিত হল  ব্লক তৃণমূল কংগ্রেস লোক শিল্পী মঞ্চের প্রথম বার্ষিক সম্মেলন

ফাঁসিদেওয়ায় অনুষ্ঠিত হল  ব্লক তৃণমূল কংগ্রেস লোক শিল্পী মঞ্চের প্রথম বার্ষিক সম্মেলন

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ শিলিগুড়ির মহকুমার ফাঁসিদেওয়ায় অনুষ্ঠিত হল ফাঁসিদেওয়া ব্লক তৃণমূল কংগ্রেস লোক প্রসার শিল্পী মঞ্চের প্রথম বার্ষিক সম্মেলন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব, দার্জিলিং জেলা সমতল তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি সুস্মিতা সেনগুপ্ত, শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্য আইনুল হক, ফাঁসিদেওয়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ বসির। এর পাশাপাশি ফাঁসিদেওয়া ব্লক ১ এর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আকতার আলি। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ফাঁসিদেওয়া ব্লকের সকল লোক শিল্পীরা। এবং সবশেষে পর্যটনমন্ত্রী গৌতম দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে আজকে এই লোক প্রসার শিল্পীদের মঞ্চ তৈরি হয়েছে তাদের এই প্রথম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সংস্কৃতি ও বিকাশের জন্য কাজ কলছেন। তাদের ভাতার ব্যবস্থা করেছেন। এবং সরকারি অনুষ্ঠান তাদের অংশগ্রহণ করাছেন। তারা যাতে মর্যাদার সাথে বাঁচাতে পারে এবং সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারে সেজন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে পরিকল্পনা নিয়েছেন সেটা অভিনব। এবং তাদের সংগঠিত করে গঠনমূলক সামাজিক উন্নয়নের কাজে তারা যেন কাজ করতে পারে সেটাই আমরা একটা সংগঠনিক রূপ দিতে চাই।

এছাড়াও চেক করুন

সরকারী টাকায় কেনা কীটনাশক, সার, বীজ তছরুপ গোয়ালতোড়ে

কার্তিক গুহ , ঝাড়গ্রাম : সরকারি টাকায় কেনা গোডাউন ভর্তি কীটনাশক, সার, বীজ । অথচ …

Leave a Reply

Your email address will not be published.