Breaking News
Home >> Breaking News >> শিক্ষামূলক ভ্রমনে শ্রীখন্ড মুসলিম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়

শিক্ষামূলক ভ্রমনে শ্রীখন্ড মুসলিম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়

গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: শনিবার বিদ্যালয়ের পঠন পাঠন শেষ হবার পর বিকেল ৩টের  সময় শিক্ষামূলক ভ্রমনের  উদ্দেশ্যে বিদ্যালয়ের শিশু সংসদের  উদ্যোগ ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় টোটো করে বিদ্যালয়ের ইচ্ছুক ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে কাটোয়া বইমেলায়  আসা হয় । নব পড়ুয়াদের প্রথম বইমেলা দর্শনে তাদের  আনন্দ  উচ্ছাস দেখে আনন্দিত সকলে । মেলায় বিভিন্ন স্টল ঘুরে ঘুরে শিশুরা দেখে এবং বই কিনে  আনন্দিত শিশুরা । মেলা চত্বরে সমবেত ভাবে  নাচ গান  আবৃত্তি হুল্লোড় করে আনন্দে কাটালো শিশুরা সন্ধ্যা পর্যন্ত । বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা বেগম বললেন শিশুদের বইয়ের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্যেই আমাদের  এই শিক্ষামুলক ভ্রমন।

এছাড়াও চেক করুন

তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সাংস্কৃতিক বর্ণাঢ্য অনুষ্ঠান কাটোয়ায়

গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজনে …

Leave a Reply

Your email address will not be published.