Breaking News
Home >> Breaking News >> শিক্ষামূলক ভ্রমনে শ্রীখন্ড মুসলিম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়

শিক্ষামূলক ভ্রমনে শ্রীখন্ড মুসলিম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়

গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: শনিবার বিদ্যালয়ের পঠন পাঠন শেষ হবার পর বিকেল ৩টের  সময় শিক্ষামূলক ভ্রমনের  উদ্দেশ্যে বিদ্যালয়ের শিশু সংসদের  উদ্যোগ ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় টোটো করে বিদ্যালয়ের ইচ্ছুক ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে কাটোয়া বইমেলায়  আসা হয় । নব পড়ুয়াদের প্রথম বইমেলা দর্শনে তাদের  আনন্দ  উচ্ছাস দেখে আনন্দিত সকলে । মেলায় বিভিন্ন স্টল ঘুরে ঘুরে শিশুরা দেখে এবং বই কিনে  আনন্দিত শিশুরা । মেলা চত্বরে সমবেত ভাবে  নাচ গান  আবৃত্তি হুল্লোড় করে আনন্দে কাটালো শিশুরা সন্ধ্যা পর্যন্ত । বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা বেগম বললেন শিশুদের বইয়ের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্যেই আমাদের  এই শিক্ষামুলক ভ্রমন।

Check Also

রোগী মৃত্যু ঘিরে ডাক্তারকে হাসপাতালে আটকে বিক্ষোভ হাওড়া সাঁকরাইলে

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করেসপনডেন্ট, হাওড়া: হাওড়া সাঁকরাইল গ্রামীন হাসপাতালে রুগী মৃত্যু কে কেন্দ্র করে বিক্ষোভ। …

Leave a Reply

Your email address will not be published.