কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করেসপনডেন্ট, হাওড়া: আগুন লাগল হাওড়া জুটমিলে। আজ ভোরে জুটমিলের একাংশে হঠাতি আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিনের ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় লাখখানেক টাকার জুট পুড়েছে বলে খবর। তবে হতাহতের কোন খবর নেই।
জানা গেছে শনিবার ভোর ৪ঃ২০ মিনিট নাগাদ আগুন লাগে মিলের পাশে জড়ো করে রাখা জুটে। প্রাথমিকভাবে মিলের মধ্যে থাকা আগুন নেভাবার সরঞ্জাম দিয়ে আগুন নেভানোর চেষ্টা হয়। পরে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লরির সাইলেন্সর থেকে আগুনের ফুলকি ছিটকে গিয়ে জুটে পড়ায় আগুন লাগে। তবে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত চলে আসায় বড়সড় আগুন লাগা থেকে রক্ষা পায়। লক্ষাধিক টাকার জুট পুড়ে গিয়েছে বলে জানা গেছে।
এছাড়াও চেক করুন
নানা অভিযোগ নিয়ে এসপিকে স্মারকলিপি সিভিক ভলান্টিয়ারদের
মনিরুল হক, স্টিং নিউজ করেসপনডেন্ট, কোচবিহারঃ জেলা পুলিশ সুপারের কাছে নিজেদের নানা অসুবিধা ও অভিযোগের …