Breaking News
Home >> Breaking News >> কাটোয়ায় শুরু হয়েছে মেশিনে ধানকাটার কাজ

কাটোয়ায় শুরু হয়েছে মেশিনে ধানকাটার কাজ

গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: একের পর এক প্রাকৃতিক বিপর্যয়। ফলে সারা বছরই চাষে মুখ থুবড়ে পড়তে হচ্ছে। ধানকাটার মুহূর্তেও নিম্নচাপে ব্যাপক ক্ষতি হয়ে গেছে। তবে কদিন ধরেই আবার ঝলমলে আকাশ। তাই চাষীরাও আর ঝুঁকি নিতে রাজি নন।যত তাড়াতাড়ি সম্ভব মাঠ থেকে ধান তুলে খামারে নিয়ে যেতে রাজি হচ্ছেন না। আর তাই ভরসা ধানকাটার মেশিন।এখন কাটোয়া মহকুমার করজগ্রাম, কুরচি,নন্দীগ্রাম সহ বিভিন্ন এলাকাতেও ধানকাটার মেশিনের ব্যবহার শুরু হয়ে গেছে। যেসব জমিতে জল শুকিয়ে গেছে সেখানে তো এখনই এই মেশিনেই জোরকদমে চলছে ধানকাটা। কারণ আবার কখন প্রকৃতি রুষ্ট হয়ে ওঠে তা কেউ জানে না।ঘরপোড়া গরুর মত চাষীরাও এখন মেঘকে ভয় পেতে শুরু করেছেন।এই মনে হয় আবার নিম্নচাপ তেড়ে এল। তাই আর ভুল নয়। বেশিরভাগ চাষীই এখন মেশিনেই তাড়াতাড়ি ধান কেটে ঘরে তুলতে চাইছেন।তাছাড়া মজুর দিয়ে ধানকাটার তুলনায় মেশিনে ধান কাটলে একদিকে যেমন খরচ কম তেমনি সময়ও অনেক কম লাগছে।করজগ্রামের চাষীরা বললেন,একবিঘা জমিতে মেশিনে কেটে বাড়ী পর্যন্ত পৌঁছাতে খরচ ১২০০টাকা।সেখানে মজুর দিয়ে ধান কেটে খামারে তুলতে খরচ ২৫০০ টাকা। তবে মেশিনে ধান কাটলে একটাই অসুবিধা খড়গুলো নষ্ট হয়ে যায়।অন্যকোনো কাজে ব্যবহার করা যাবে না।সবাই চাইছেন, তার ধানগুলো আগে কাটা হোক। কারও যেন আর এতটুকু দেরি সইছে না।

এছাড়াও চেক করুন

সরকারী টাকায় কেনা কীটনাশক, সার, বীজ তছরুপ গোয়ালতোড়ে

কার্তিক গুহ , ঝাড়গ্রাম : সরকারি টাকায় কেনা গোডাউন ভর্তি কীটনাশক, সার, বীজ । অথচ …

Leave a Reply

Your email address will not be published.