দীপঙ্কর ভৌমিক, বারাসাত: পলিমারে স্বয়ংসম্পূর্ণ হয়ে ভারত আন্তর্জাতিক বাজারে বড় শক্তি হয়ে দেখা দিতে চলেছে যার এক সোনালী সফরের ইঙ্গিত মিলল শুক্রবার। পলিমারকে পণ্য হিসেবে রোজকার জীবনে উপযোগী করার পাশাপাশি আর্থ সামাজিক পালাবদলের ইঙ্গিত এই রাসায়নিক সংমিশ্রণের হাত ধরে।
পলিমার একটি রাসায়নিক সংমিশ্রণ যার প্রয়োজন ও ব্যাবহার নিত্য দৈনন্দিন জীবনে তো বটেই আর্থ সামাজিক প্রেক্ষাপটেও। পলিমারকে উদ্ভাবনী শক্তি দিয়ে কার্যকরী প্রয়োগ করতে এগিয়ে এল আ্যডো।মধ্যমগ্রামের পলিমার ল্যাবের উদ্বোধন করে এক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে উদ্যোগী হল এই সংস্থা । প্রসঙ্গত ,এই সংস্থার বাদু নদীভাগে কারখানা দীর্ঘদিন ধরেই চলছে। নির্মানকার্যে পলিমারের সময় ও অর্থের সুরাহা করে এই তত্বকে আরো বিবিধ মাত্রাদান সম্পর্কে মানুষের ধারণাকে পরিমার্জন করে নতুন পদক্ষেপ হিসেবে দেখা যাবে আর্সেনিককে সহজে চিন্হিতকরণ। প্রসঙ্গত অনুর সমবায়ে গঠিত পলিমার একটি সুদৃঢ় রাসায়নিক যার প্রয়োগ প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে । জার্মান বা পোল্যান্ড এই দেশদের টক্কর দিতে নিজেরাই স্বয়ং সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে নেমেছে ভারত আর অ্যাডো পথিকৃত হয়ে দেখা দিয়েছে যাদের চোখ আন্তর্জাতিক বাজারে।
এছাড়াও চেক করুন
সরকারী টাকায় কেনা কীটনাশক, সার, বীজ তছরুপ গোয়ালতোড়ে
কার্তিক গুহ , ঝাড়গ্রাম : সরকারি টাকায় কেনা গোডাউন ভর্তি কীটনাশক, সার, বীজ । অথচ …