Breaking News
Home >> Breaking News >> বাইক দুর্ঘটনায় ৪ ঘন্টা পড়ে রইল রাস্তায়, হাসপাতালে মৃত ঘোষণা

বাইক দুর্ঘটনায় ৪ ঘন্টা পড়ে রইল রাস্তায়, হাসপাতালে মৃত ঘোষণা

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করেসপনডেন্ট, হাওড়া: বাইক দুর্ঘটনায় দীর্ঘ ৪ঘন্টা রাস্তায় পড়ে থাকার পর অবশেষে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি ঘটেছে হাওড়া আন্দুল রোডের উপর শালিমার ৩ নং গেটের সামনে। মৃত ব্যক্তির নাম শুভঙ্কর চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আন্দুল রোড দিয়ে বাইক চালিয়ে যাবার সময় পিছন থেকে একটি ডাম্পার ধাক্কা মারে ছিটকে পড়ে যায় শুভঙ্কর। এলাকাবাসীর কথায়, প্রায় ৪ঘন্টা ওই অবস্থায় পড়ে থাকে। ওই সময় পুলিশের কেউ আসেনি। পরে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। 

এই ঘটনায় নাগরিকদের ভূমিকা একবার প্রশ্নের মুখে। দুর্ঘটনায় আহত এক ব্যক্তি ৪ঘন্টা পড়ে রইল তবুও কেউ হাসপাতালে নিয়ে গেল না। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও।

এছাড়াও চেক করুন

সরকারী টাকায় কেনা কীটনাশক, সার, বীজ তছরুপ গোয়ালতোড়ে

কার্তিক গুহ , ঝাড়গ্রাম : সরকারি টাকায় কেনা গোডাউন ভর্তি কীটনাশক, সার, বীজ । অথচ …

Leave a Reply

Your email address will not be published.