Breaking News
Home >> Breaking News >> বিয়ের আট মাস পরেও প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্ক, জানাজানি হতেই আত্মহত্যা বধূর!

বিয়ের আট মাস পরেও প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্ক, জানাজানি হতেই আত্মহত্যা বধূর!

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করেসপনডেন্ট, হাওড়া: বিয়ের আট মাস পরেও প্রাক্তন প্রেমিকের সাথে সম্পর্ক ভাঙ্গতে চায় নি। এমনকি শ্বশুর ঘর থেকে চলে যেতে চেয়েছিল, এ কথা এলাকায় জানাজানি হতেই শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিল বধূ! ঘটনাটি ঘটেছে হাওড়া ব্যাঁটরা এলাকায়। মৃতার নাম ঝর্ণা কাঁড়ার(১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আট মাস আগে দীপরঞ্জন কাঁড়ারের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল ঝর্ণার। সবকিছু ঠিকঠাক চললেও দিন দুই আগে শ্বশুর বাড়ির লোকজন জানতে পারে ঝর্ণার সঙ্গে অন্য এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এ কথা ঝর্ণা নিজে মুখে শ্বশুর বাড়িতে বলে দাবি শ্বশুরবাড়ির। এমনকী সে স্বামীর ঘর ছেড়ে চলে যেতে চাইছিল। মনে করা হচ্ছে এই সম্পর্কের কথা জানাজানি হয়ে যাবার কারণেই আত্মহত্যা করেন ঝর্ণা।
ঘটনার তদন্তে ব্যাঁটরা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, এখনও কোনও অভিযোগ আসেনি। তবে অস্বাভাবিক মৃত্যুর তদন্ত চলছে। সূত্রের খবর, শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানা গেছে। মৃতার প্রেমিকের বিষয় তথ্য নেওয়া হচ্ছে। এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যাঁটরা এলাকায়।       

এছাড়াও চেক করুন

সরকারী টাকায় কেনা কীটনাশক, সার, বীজ তছরুপ গোয়ালতোড়ে

কার্তিক গুহ , ঝাড়গ্রাম : সরকারি টাকায় কেনা গোডাউন ভর্তি কীটনাশক, সার, বীজ । অথচ …

Leave a Reply

Your email address will not be published.